যে কারণে আইফোন ব্যবহারকারীদের সতর্ক করলো অ্যাপল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেমে নিরাপত্তাত্রুটি থাকার কারণে আইফোন ব্যবহারকারীরা সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছে অ্যাপল কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, পুরোনো সংস্করণের আইওএসে সিভিই-২০২৫-৩১২৫১ এবং সিভিই-২০২৫-৩১২৩৩ নামে দুটি ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এইসব ত্রুটির ম্যাধ্যমে ক্ষতিকর কোডযুক্ত ছবি কিংবা ভিডিও পাঠিয়ে দূর থেকে আইফোনের নিয়ন্ত্রণও নিতে পারে হ্যাকাররা। ইতিমধ্যেই নিরাপত্তাত্রুটিগুলো দূর করে গত মাসে আইওএস ১৮.৫ সংস্করণ উন্মুক্তও করা হয়েছে। পুরোনো সব সংস্করণে নিরাপত্তাত্রুটিগুলো হতে যাওয়ায় সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুতই আইওএস হালনাগাদ করতে হবে।

অ্যাপলের তথ্যমতে, আইফোনের সফটওয়্যার যখন কোনো ছবি কিংবা ভিডিও ফাইল বিশ্লেষণ করে, তখন সেটি ধরে নেয় ফাইলটি নির্দিষ্ট কাঠামো মেনেই তৈরি করা হয়েছে। তবে হ্যাকাররা ইচ্ছাকৃতভাবেই ওই কাঠামো ভেঙে এমনভাবে ফাইল তৈরি করে, যা আইফোনের সফটওয়্যারকেও বিভ্রান্ত করে। এতে আইফোনের মেমোরিতে কারিগরি ত্রুটিও দেখা দেয়, যা কাজে লাগিয়ে গোপনে ক্ষতিকর প্রোগ্রাম চালাতে সক্ষম হয় হ্যাকাররা। এইসব ক্ষতিকর প্রোগ্রামের মাধ্যমে দূর থেকে আইফোনে থাকা ব্যক্তিগত ছবি, বার্তা, ফোন নম্বর, পাসওয়ার্ড সংগ্রহ করার পাশাপাশি চাইলে আইফোনের ক্যামেরা এবং মাইক্রোফোন দূর থেকে নিয়ন্ত্রণও করা সম্ভব।

Related Post

অ্যাপল জানিয়েছে যে, আইওএস ১৮.৫ সংস্করণে দু’টি নিরাপত্তাত্রুটিরই সমাধান করা হয়েছে। হালনাগাদটি আইফোন এক্সএস থেকে পরবর্তী সব মডেলের আইফোনের জন্য প্রযোজ্য হবে। তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে হলে সব আইফোন ব্যবহারকারীকেই দ্রুত আইওএসের হালনাগাদ সংস্করণটিও ব্যবহার করতে হবে।

তথ্য সংরক্ষণ এবং সুরক্ষা নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক ‘সেফ ডেটা স্টোরেজ’ জানিয়েছে যে, অনেকেই মনে করেন যে, নিরাপত্তার দিক থেকে সবার চেয়ে এগিয়ে আইফোন। তবে বাস্তবতা হলো, কোনো যন্ত্রই কিন্তু ১০০ শতাংশ সুরক্ষিত নয়। এই বিষয়ে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘আপনার ফোনটি হালনাগাদ করা না থাকলে, কেও আপনাকে একটি সাধারণ ছবি পাঠিয়েও ফোনে ম্যালওয়্যার প্রবেশ করাতে পারে। আপনি কিছু বুঝে ওঠার পূর্বেই আপনার ছবি, বার্তা, পাসওয়ার্ড এমনকি অ্যাপে থাকা সব তথ্যই চুরি হয়ে যেতে পারে।’ তথ্যসূত্র : ডেইলি মেইল।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জুন ৪, ২০২৫ 5:04 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দেশজুড়ে বাংলালিংকের ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’ উদ্বোধন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…

% দিন আগে

দীপিকা ছেলের জন্য সুস্থ হয়ে উঠতে চান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…

% দিন আগে

নাখোশ ইউরোপ: যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে খুশি রাশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…

% দিন আগে

কানাডায় বরফের নিচে আয়োজন হলো পার্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…

% দিন আগে

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% দিন আগে