২৭ থেকে ২৯ অক্টোবর লাগাতার হরতাল ॥ এদেশে কোন একদলীয় নির্বাচন হতে দেওয়া হবে না- খালেদা জিয়া

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সোহরাহয়ার্দী উদ্যানের গণ সমাবেশে বিএনপি চেয়ারপারসন ১৮ দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, কোন একদলীয় নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না। তিনি প্রাথমিক আন্দোলনের কর্মসূচি হিসেবে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত লাগাতার হরতাল আহবান করেছেন।


বেলা পোনে ৫টায় শুরু করে ৩২ মিনিটের বক্তৃতায় বেগম জিয়া বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগের কড়া সমালোচনা করেন। বেগম খালেদা জিয়া বলেন, এ সরকারের গণতন্ত্রের প্রতি কোন দরদ নেই। মুখে বড় বড় কথা বললেও বর্তমান সরকার দুর্নীতি আর লুটপাট করে এদেশকে দেউলিয়া বানিয়েছে। হলমার্ক, ডেসটিনি, বিসমিল্লাহ গ্রুপ, শেয়ার বাজারসহ নানা দুর্নীতি করেছে। আজ দেশের প্রধান ব্যাংক সোনালী ব্যাংকের অর্থনীতি ভেঙে পড়েছে। তিনি প্রশ্ন করেন, কেনো পদ্মা সেতু হলো না। দুর্নীতির কারণে পদ্মা সেতুর কাজ পিছিয়ে গেলো। এর জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

বেগম জিয়া গ্রামীণ ব্যাংক সম্পর্কে বলেন, দেশের এতো লাখ লাখ মানুষ যে ব্যাংকের সঙ্গে জড়িত সেই ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি ড. ইউনুসের কথা উল্লেখ করে বলেন, আওয়ামীলীগ মানি লোকের কদর করতে জানে না।

খালেদা জিয়া গুম করা প্রসঙ্গে বলেন, গুম করার জন্য আওয়ামীলীগ বাহিনী তৈরী করেছে। কাদের নিয়ে তৈরি তাও আমরা জানি। ইলিয়াস আলী কে গুম করা হয়েছে। চৌধুরী আলমকে উঠিয়ে নেয়া হয়েছে। শিবির নেতা দেলাওয়ারকে নির্যাতন, বিএনপি নেতা পিন্টুকে জেলে নির্যাতন করা হচ্ছে।

তিনি বলেন, বিরোধী দল কথা বলতে পারেনা । অফিসে যেতে পারে না । বিএনপি, জামায়ত অফিস অবরুদ্ধ। পুলিশ দিয়ে অফিসে হামলা হচ্ছে।

Related Post

খালেদা জিয়া প্রশাসনের উদ্দেশে বলেন, আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। পুলিশ বাহিনীকে বলবো আপনারা আর নির্যাতন করবেন না। কোনো সমস্যা হবে না। আমরা দলীয়করণ করবো না। প্রত্যেকে কাজে লাগাবো।

নির্বাচন প্রসঙ্গে বেগম খালেদা জিয়া বলেন, এ দেশে সকল দলের অংশগ্রহণেই নির্বাচন হতে হবে। না হলে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। এক দলীয় নির্বাচন বন্ধ করতে হবে।

তিনি আলটিমেটাম দিয়ে বলেন, আমরা প্রাথমিকভাবে কর্মসূচি দিচ্ছি। এ সময়ের মধ্যে দাবি না মানলে- আলোচনায় না বসলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিনি ২৭ তারিখ রবিবার ভোর ৬টা থেকে ২৯ তারিখ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপি লাগাতার হরতালের ডাক দেন।

বিকেলে বেগম জিয়া সভাস্থলে উপস্থিত হলেও সকাল থেকে সোহরায়ার্দীর আশে পাশের এলাকা কানায় পূর্ণ হয়ে যায়।

This post was last modified on নভেম্বর ১০, ২০১৩ 2:35 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শীতে কোন পদ্ধতিতে মুখে মধু মাখবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…

% দিন আগে

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…

% দিন আগে

বিল গেটস ও স্যাম অল্টম্যান জানালেন: ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া আসলে কেমন হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…

% দিন আগে

তিন বছর নিষিদ্ধ থাকা চলচ্চিত্র ‘মেকআপ’ মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…

% দিন আগে

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে