দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হরতাল ক্রমেই সহিংসতায় রূপ নিচ্ছে। সারাদেশে দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩ জন নিহত হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিনে এ পর্যন্ত সারাদেশে বিক্ষিপ্ত সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে যশোরের অভয়নগরে এক যুগলীগ নেতা, ফরিদপুরে পুলিশের গুলিতে এক যুবদল কর্মী এবং পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। তবে ঈশ্বরদী থেকে একটি সূত্র জানিয়েছে, আরও একজন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে লাশ গায়েব করা হয়েছে।
অপরদিকে হরতালবিরোধী মিছিলের সময় পিকেটারদের হামলায় যশোরে নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিমুল (৩৫) নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে আটটার দিকে নওয়াপাড়া ফেরিঘাট সংলগ্ন হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আগেই বলা হয়েছে ফরিদপুরে পুলিশের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে ।
আমাদের ঈশ্বরদী প্রতিনিধি জানান, সকালে হরতালের পক্ষে ঈশ্বরদীর মুলাডুলিতে মিছিল বের করে জামায়াত। ওই মিছিল স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। এতে জামায়াত কর্মী জুলহাস (৪০) মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো সাতজন। তবে জামায়াত দাবি করেছে তাদের এক কর্মী নিখোঁজ রয়েছে। তবে আওয়ামীলীগের স্থানীয় বহু নেতা-কর্মী মারাত্মক আহত হয়েছে।
এদিকে সারাদেশেই হরতাল ক্রমেই সহিংসতায় রূপ নিচ্ছে। বিভিন্ন স্থানে ব্যাপক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীতে গাড়ির পরিমাণ কমে গেছে। জনগণ ভীত সন্ত্রস্ত্র হয়ে ঘরে থেকে বের হচ্ছে না।
This post was last modified on অক্টোবর ২৭, ২০১৩ 2:19 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে এনটিভি প্রতি বছরের মতো এবারও ৭ দিনব্যাপী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের আকাশে আজ (রবিবার) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বরাবরই কাজ করেন বেছে বেছে। বিশেষ করে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়েতে দাওয়াত করা হয়েছে। অথচ অতিথিরা পৌঁছানোর পর তাদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৩০ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৬ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত অত্যাধিক পরিমাণে প্রোটিন খেলে, ওজন বাড়লে দেহে ইউরিক অ্যাসিডের…