বিচারের মুখে মুরসি: ‘আমি এখনো মিসরের প্রেসিডেন্ট- প্রহসনের বিচার মানি না’

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ কাঠগড়ায় দাঁড়িয়ে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি বললেন- ‘আমি এখনও মিসরের প্রেসিডেন্ট, এই প্রহসনের বিচার মানি না।’

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচার কার্যক্রম গতকাল সোমবার শুরু হবার পর ফের তা মুলতবি করা হয়েছে। ক্ষমতায় থাকাকালে বিদ্রোহীদের হত্যায় জড়িত থাকার অভিযোগে কায়রোর এক আদালতে মুরসির বিরুদ্ধে এই বিচার কার্য চলছে।

এদিকে বিচারকার্যের সময় মুরসি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘আমি এখনো মিসরের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসি। আমি বলছি এই আদালত অবৈধ। এই প্রহসনের বিচার আমি মানি না।’ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জানুয়ারি।

গতবছরের শেষদিকে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা তীব্র বিক্ষোভ দমনে হত্যাযজ্ঞ চালানো ও সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে সোমবার থেকে ফের বিচারের মুখোমুখি হয়েছেন মুরসি। মুরসিসহ একই অভিযোগে আরো ১৪ জন মুসলিম ব্রাদারহুড নেতার বিচার করা হবে। এদিকে সাবেক প্রেসিডেন্টের সমর্থকরা বড় ধরনের বিক্ষোভের আহ্‌বান জানালে মিসরজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারে করে মুরসিকে আদালত চত্বরে আনা হয়। এসময় প্রধান ব্রাদারহুড নেতা ইসাম আল-ইরিয়ান, মোহাম্মদ আল-বেলতেগি এবং আহমেদ আব্দেল আটিসহ অন্য নেতারা সাঁজোয়া যানে করে আদালতে আসেন। একটি ডিক্রি জারির মধ্যদিয়ে মুরসি চরম ক্ষমতাপ্রাপ্ত হলে তার প্রতিবাদে ফেটে পড়ে দেশটির জনগণ।

উল্লেখ্য, গত জুলাইয়ে সেনাবাহিনী তাকে উৎখাতের পর গতকালই প্রথম তাকে প্রকাশ্যে আনা হয়। এর আগের খবরে বলা হয়, ডিসেম্বরে প্রেসিডেন্ট ভবনের বাইরে সহিংসতা ও বিক্ষোভকারীদের হত্যায় উস্কানি দেয়ায় মুরসি ও মুসলিম ব্রাদারহুডের অপর ১৪ নেতার বিচার করা হচ্ছে। এই বিচারকে কেন্দ্র করে মুরসির সমর্থকরা বড় ধরনের বিক্ষোভের ডাক দেয়। এর পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে আইন-শৃংখরা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

This post was last modified on নভেম্বর ৫, ২০১৩ 11:06 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

খাওয়া শেষ ৫ মিনিটেই! দ্রুত গতিতে খেলে কী কী ক্ষতি হতে পারে শরীরের?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই খেতে বসলে মিনিট পাঁচেকের মধ্যেই খাওয়া শেষ হয়ে যায়।…

% দিন আগে

‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের অধীনে বরগুনার ১৮৫ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরগুনার আরডিএফ মিলনায়তনে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষিবিষয়ক সহায়তা উদ্যোগের…

% দিন আগে

আইফোনের ব্যাটারি হেলথ পরীক্ষা করার নিয়ম জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের আইফোনের ব্যাটারি হেলথ নিয়ে যদি কৌতূহলী হয়ে থাকেন কিংবা…

% দিন আগে

তারিন অভিনীত ‘এটা আমাদের গল্প’ টালিউডে বেশ আলোচিত একটি সিনেমা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান এবার দেশের গণ্ডি পেরিয়ে কোলকাতার…

% দিন আগে

যুদ্ধবিরতিতে হামাস রাজি হলেও তালবাহানা করছে ইসরায়েল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৭ মাসের যুদ্ধের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফা…

% দিন আগে

স্কুলে দেরিতে আসায় শিক্ষিকাকে বেদম মারধর অধ্যক্ষের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ে দেরি করে স্কুলে…

% দিন আগে