Categories: সাধারণ

‘একদলীয়’ নির্বাচন ঠেকাতে তফসিল ঘোষণার পর টানা অবরোধ কর্মসূচি আসছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি না মেনে সরকার এখন বিরোধী দল ছাড়াই ‘একদলীয়’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় ১৮ দলীয় জোট নির্বাচনী তফসিল ঘোষণার পর টানা অবরোধ কর্মসূচি দিতে যাচ্ছে।

নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর সরকারি দল আওয়ামীলীগ যখন প্রধান বিরোধী দল ছাড়াই নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছে তখন নির্বাচন ঠেকাতে বিরোধী দল তথা ১৮ দলীয় জোট ভিন্ন ভিন্ন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে। ইতিমধ্যে পর পর তিন সপ্তাহের প্রথম ২ সপ্তাহে ৬০ ঘণ্টার ও পরে ৮৪ ঘণ্টার টানা হরতাল করেছে ১৮ দল।

বর্তমান পরিস্থিতিতে নেতাদের আত্মগোপনে রেখেই সর্বাত্মক আন্দোলনের কৌশল নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ জোট। তাদের ধারণা, এ মুহূর্তে গুরুত্বপূর্ণ নেতারা প্রকাশ্যে রাজপথে নেমে এলে তাদের গ্রেফতার করা হবে। ফলে আন্দোলনের এ গুরুত্বপূর্ণ সময়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা নেতৃত্বশূন্য হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সে কারণেই গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকার বিষয়টিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন দলীয় প্রধান খালেদা জিয়া। তবে আত্মগোপনে থাকলেও শীর্ষ নেতারা যেন তৃণমূলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেন এবং আন্দোলনের মাঠে তাদের পরিচালনা করেন, চেয়ারপারসনের সেই নির্দেশনাও নাকি রয়েছে।

অপরদিকে সরকার সর্বদলীয় সরকার গঠনের যে পদক্ষেপ নিতে যাচ্ছে, আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিরোধী দলের সঙ্গে সমঝোতা ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণা করলে তা যে কোন মূল্যে প্রতিহত করতে টানা অবরোধ কর্মসূচির প্রস্তুতি নিয়েছে বিএনপি তথা ১৮ দলীয় জোট।

সমঝোতা না করে নির্বাচনের তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে টানা অবরোধ কর্মসূচি দিবে বিরোধী দল। রাজপথ, রেলপথ ও নৌপথের সর্বাত্মক অবরোধের মাধ্যমে দেশ অচল করে দেওয়ার কর্মসূচি নেবে বিরোধী দলীয় জোট। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানতে সরকারকে এমন কঠিন কর্মসূচি দিয়ে বাধ্য করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সময়ই বলে দেবে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। আর সেজন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না।

This post was last modified on নভেম্বর ১৩, ২০১৩ 3:48 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

রজঃনিবৃত্তির সময় আসার পূর্ব থেকেই মেয়েদের প্রস্তুত থাকতে হবে যেভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুগ যুগ ধরে সব মহিলার ক্ষেত্রেই তো একই রকম ঘটনা…

% দিন আগে

এনার্জিপ্যাক কর্মীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যে অগ্রাধিকার: ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক শ্রমিক দিবসের এবারের স্লোগান ‘পরিবর্তনশীল জলবায়ুতে নিরাপদ ও স্বাস্থ্যকর…

% দিন আগে

বেসিস নির্বাচন ২০২৪: ‘ওয়ান টিম’কে সমর্থনের আহ্বান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেসিস নির্বাচনের শেষপ্রান্তে এসে এবারের বেসিস নির্বাচনে ওয়ান টিম তাদেরকে…

% দিন আগে

‘স্টারডম’ নিয়ে ব্যস্ত শাহরুখপুত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ‘স্টারডম’ নামে ওয়েব…

% দিন আগে

যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতেই যাবে না হামাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ…

% দিন আগে

চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে বেঁচে গেলো এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‌‌"রাখে আল্লাহ মারে কে' কথাটি আবারও প্রমাণ হলো। ঘটনাটি ঘটেছে…

% দিন আগে