দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখান করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। মঙ্গল ও বুধবার দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে। গতকাল কুমিল্লায় বোমা বিস্ফোরণে ১ ছাত্রদল কর্মী ও বাড্ডায় ১ রিক্সা চালক নিহত হয়েছে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান এলাকার জাপান দূতাবাসের কাছ থেকে তাকে আটক করা হয়।
বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনেই দেশব্যাপী ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। রাজধানীতে বাস চলছে খুবই কম। জনসাধারণ পায়ে হেটে অথবা রিক্সা টেম্পোতে অফিসে যাচ্ছেন। দূরপাল্লার কোন বাস ছাড়েনি। তবে বেশ কিছু ট্রেন চলতে দেখা গেছে।
গতকাল নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও ভাংচুরের ঘটনা ঘটেছে। কুমিল্লায় বোমা বিস্ফোরণে ১ ছাত্রদল কর্মী নিহত হয়। বাড্ডায় বোমাবাজির পর হুড়োহুড়ির মধ্যে বাসচাপায় এক রিকশা চালক মারা গেছেন।
এদিকে হরতালে দেশের অন্যান্য অঞ্চলে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা রেল সিগন্যাল ভেঙে ফেলায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। যে কারণে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুকে সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহের গৌরিপুরের ঝিনাইকান্দি এলাকায় লাইন উপড়ে রাখার কারণে হাওর এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়। হতাহতের খবর পাওয়া যায়নি। এতে নেত্রকোণার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঈশ্বরদীতে অবরোধ সমর্থকদের কবলে পড়েছে ট্রেন। ঈশ্বরদীতে গতকাল দিবাগত রাত ১টার দিকে ঈশ্বরদী-সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঈশ্বরদীতে প্রধান সড়ক অবরোধ করে রাখায় কোন বাস চলছে না। অপর দিকে কুষ্টিয়াতে সড়ক অবরোধ করে রাখায় বাস চলাচল বন্ধ রয়েছে।
অপরদিকে বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও ভাংচুর অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার গতকাল তফসিল ঘোষণা করে। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ওই নির্বাচন প্রত্যাখান করে তফসিল স্থগিতের দাবিতে ৪৮ ঘণ্টার এই কর্মসূচি ঘোষণা করেছে।
This post was last modified on নভেম্বর ২৬, ২০১৩ 10:15 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১…