Categories: সাধারণ

অবরোধ চলছে: বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ : গতকাল ১০ : আজ ২ জন নিহত

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের আজ পঞ্চম দিন। আজও বিভিন্ন স্থানে রেলে নাশকতাসহ ব্যাপক সংঘর্ষ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজও ট্রেন দুর্ঘটনায় ১ জন ও আগুনে পোড়া ১ জনের মৃত্যু হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন টানা অবরোধ অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে রেল লাইন উপড়ে ফেলা ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ লালমনিরহাটে ফিসপ্লেট খুলে রাখায় ২টি বগি লাইনচ্যুত হয়ে ১ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। ফিসপ্লেট খুলে রাখায় গাইবান্ধার বোনারপাড়ায় লালমনিরহাট থেকে শান্তাহারগামী পদ্মরাগ ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়। এতে ১ জন নিহত ও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে।

অপরদিকে ফিসপ্লেট খুলে রাখায় ফুলতলার যুগ্নিপাশায় নকশী কাথা মেইল ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। যে কারণে খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে শাহবাগে শিশুপার্কের সামনে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় আহত আরো ১জন মারা গেছে। আজ ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু ঘটে। জানা যায়, নিহতের নাম ওয়াহিদুর রহমান বাবু। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিন।

গতকাল সারাদেশে ১০ জন নিহত

সাতক্ষীরা-  ৩ জন
চাঁদপুর-      ৩ জন
চট্টগ্রাম-      ৩ জন
নোয়াখালি- ১ জন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের চতুর্থ দিন গতকাল মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, আগুন, ভাঙচুর, ককটেল ও পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। গতকাল সারাদেশে অন্তত ১০ জনের মৃত্যু ঘটেছে।

Related Post

গতকাল মঙ্গলবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেস-এর ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ট্রেনের ২টি সিট কভার পুড়ে গেছে। রাত সাড়ে ৯টার দিকে ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছে ট্রেনে কর্মরতরা।

১৮ দলীয় জোটের ডাকা অবরোধের চতুর্থ দিন গতকাল মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে ব্যাপক সহিংসতা হয়েছে। সাতক্ষীরা, চাঁদপুর, চট্টগ্রাম ও নোয়াখালীতে নিহত হয়েছে আরো ১০ জন।

সাতক্ষীরায় গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শিবির কর্মী হোসেন আলী ও অষ্টম শ্রেণীর ছাত্র আরিজুল ইসলাম নিহত হয়েছে। তবে জামায়াত দুজনকেই শিবির কর্মী বলে দাবি করেছে। এ ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে জামায়াত। বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তালবাড়িয়া এলাকায় মো. গিয়াসউদ্দিন নামে এক যুবলীগের কর্মীকে পিটিয়ে হত্যা করেছে অবরোধকারীরা। আহত হয়েছে নাজমুল হক নামে অপর একজন।

চাঁদপুরে পুলিশের গুলিতে সিয়াম ও রতন নামে ছাত্রদল ও যুবদলের ২ কর্মী নিহত হয়েছে। বিএনপি এ ঘটনায় আজ হরতাল ডেকেছে। সোমবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুন্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে মুরাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম রাসেল।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সোমবার রাতে পিকেটারদের ইটের আঘাতে আহত সিএনজি অটোরিকশার চালক ইসমাইল তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অটোরিকশাটি খাদে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার রাতে চট্টগ্রামের সীমেন্স হোস্টেলের কাছে পিকেটাররা কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা ছুড়ে মারলে চালক মাহবুব লাফিয়ে নামতে গিয়ে প্রাণ হারান তিনি। ভ্যানের হেলপার ও এক যাত্রীকে অগ্নিদগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হেলপার মো. মিজানুর রহমান (২৭) মারা যান। এদিকে চট্টগ্রাম উত্তর জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল।

অপরদিকে গতকাল নোয়াখালীতে পুলিশ ও অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে আবদুস সালাম নামে এক ব্যক্তি পানিতে ডুবে নিহত হয়েছে।

This post was last modified on ডিসেম্বর ৪, ২০১৩ 10:27 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে

ইত্যাদির গানে দুনিয়া মাত করলেন অভিনেত্রী ফারিণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক ঘটে…

% দিন আগে

ফিলিস্তিনের অবৈধ দখল ছাড়তে হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে, ইসরাইলকে ফিলিস্তিনের…

% দিন আগে

ছবিতে রয়েছে একটি ব্রাশ: খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মূলত এই ছবিটি একটি হাতে আঁকা কার্টুন। তবে গল্পটি বহুপুরনো…

% দিন আগে