দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ঘোষিত ৭২ ঘণ্টার অবরোধের আজ তৃতীয় দিন। সেই সঙ্গে যোগ হয়েছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে শনিবার সকাল ৬টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এরমধ্যে সাদেক হোসেন খোকার গ্রেফতারের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি গতকাল সকাল-সন্ধ্যা হরতাল করেছে। আবার আজ জামায়াতে ইসলামী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদের এই হরতালের ডাক দেওয়া হয়েছে।
এদিকে গতকাল রাতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফরিদপুরে গভীর রাতে ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। সিলেট রেল স্টেশনে বুকিং কাউন্টারে ভাংচুর করেছে জামায়াত-শিবির। এ সময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সাভারে বাসে আগুন দেওয়া হয়েছে।
আজ রাজধানী হরতাল-অবরোধ চলছে। তবে প্রতিদিনের মতো মিনিবাস, টেম্পো, সিএনজি ও রিক্সা চলছে যথারিতি। কমলাপুর থেকে ট্রেন ছেড়ে গেছে বেশ কয়েকটি। তবে দূরপাল্লার কোন বাস ছাড়েনি।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধে গতকাল প্রাণ হারিয়েছেন এক নারীসহ আরও দুজন। এর মধ্যে তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে গতকাল রোববার সুনামগঞ্জে সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছে। ঢাকার সাভারে গত সোমবার বাসে পেট্রলবোমা হামলা হলে দ্রুত নামতে গিয়ে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা গেছে।
উল্লেখ্য, চলমান রাজনৈতিক পরিস্থিতির জন্য জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশ সফরে রয়েছেন। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ. এম. এরশাদ, সিইসিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন। তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই পক্ষকে সমঝোতার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য। হয়তো আগামীকাল এ বিষয়ে পরিষ্কার হওয়া যাবে- সংকটের সমাধান হচ্ছে নাকি এক অজানা অস্থিরতার দিকেই ধাবিত হচ্ছে দেশ।
This post was last modified on ডিসেম্বর ৯, ২০১৩ 10:06 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া, পর্যাপ্ত পরিমাণে পানি না-খাওয়া নিত্যদিনের এইসব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নানা নতুন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৩ মার্চ মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল সিনেমা ‘আমলনামা’র সঙ্গে কথিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রিন্স ইয়াকুব হাবিবউদ্দিন টুসি, যিনি মোগল সম্রাটদের মতোই পোশাক পরেন।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সবকিছুই ঠিকঠাকই চলছিল, মুশকিল হলো ডান পাশে দাঁড়িয়ে থাকা সেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ২৯ চৈত্র ১৪৩১…