ঢাকা টাইমস্ ডেস্ক॥ প্রতিনিয়ত পৃথিবী জুড়ে ঘটেছে অসংখ্য ঘটনা কিন্তু এসবের মাঝে কিছু ঘটনা রয়ে যায় মানুষের মুখে মুখে, কিছু ছবিতে উঠে এসেছে ঘটনার সারমর্ম, মূলত এসব ঘটনা এবং ছবি নিয়েই আমাদের আজকের আয়োজন।
১।
উপরের ছবির শিশুটির নাম মিলস, তার বয়স মাত্র ৫ বছর, সে ভয়ংকর মরণ ব্যধি ক্যানসারের সাথে লড়াই করছে, মূলত মিলসের ইচ্ছে পূরণ করতেই তাকে সেদিন সাজানো হয়ছিল ব্যাটম্যানের আদলে বেটকিড হিসেবে। সেদিন ১৫ নবেম্বর Make a Wish ফাউন্ডেশনের উদ্যোগে সমগ্র সান ফ্রান্সিসকো শহর পরিণত হয় Batman নগরীতে, এসময় সান ফ্রান্সিসকো শহরের সবাই Make a Wish এর মহৎ উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে। (বিস্তারিত)
২।
এই ছবিটি তুলে আনা হয় আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের Yosemite National Park, Calif থেকে। সেদিন সেখানে দাবানলের আগুনে জ্বলছে বিশাল বন্য অঞ্চল, অসংখ্য বন্য প্রাণী আগুনে পুড়ে মারা গিয়েছিল অসংখ্য এলাকা মুহূর্তে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ছবিতে কয়েকজন অগ্নিনির্বাপণ কর্মী জীবনবাজী রেখে ছুটে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের চেষ্টায়!
৩।
এই ছবিটি একটি সমকামী বিবাহের! সমকামী বিয়ে আমাদের সমাজে নিষিদ্ধ এবং ঘৃণিত একটি কাজ তবে পৃথিবীর অনেক দেশে এই ধরণের বিয়েতে আবদ্ধ হওয়া আইন সম্মত! সেরকম একটি দেশ ফ্রান্স, এই ছবিটি ফ্রান্স এর Montpellier শহরের সিটি হল এর বারান্দা থেকে ধারন করা হয়েছে।
৪।
এই ছবিটি টাইফূনের আঘাতে বিপর্যস্ত একটি পরিবারের ছবি, এই পরিবার ফিলিপাইনে হয়ে যাওয়া ভয়ংকর টাইফূন থেকে বেঁচে Tacloban শহরের বিমান বন্দরের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে, কিন্তু সেখানে সন্তান সম্ভবা এই মহিলার গর্ভপাত হয়ে যায় এবং বিপুল ধ্বংস যজ্ঞের মাঝেই চারিদিক আলো করে জন্মনেয় ফুটফুটে এই শিশু।
৫।
এই ছবিটি ইন্দোনেশিয়ার ভয়ংকর আগ্নেয়গিরি Mt. Sinabung থেকে নির্গত ধোঁয়ার, ছবিতে দেখা যাচ্ছে স্থানীয় গ্রামের বাসিন্দা এই শিশু ধোঁয়ার কুণ্ডলী দেখছে!
৬।
ছবিতে পোপ ফ্রেন্সিস একজন অসুস্থ মানুষকে দোয়া করে দিচ্ছেন, এই লোকের সারা মুখমন্ডল বিকৃত হয়ে গেছে।
৭।
এই ছবিটি মুম্বাইয়ের, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ভয়ংকর ভবন ধ্বসে অসংখ্য মানুষ নিহত হয়, সেই ঘটনার পর মুম্বাই শহরের উদ্ধারকর্মীরা এই শুশুকে ধ্বংসস্থুপ থেকে উদ্ধার করে নিয়ে আসে।
৮।
এই ছবিটি ধারন করা হয়েছে একটি ভয়ংকর উদ্বেগ জনক মুহূর্তে, ছবি ধারন করার সময় এই স্থানে একজন আতংকবাদীর এলোপাথাড়ি ছোড়া গুলিতে নিহত হয় প্রায় ৬৭ জন নিরীহ মানুষ। এটি কেনিয়ার নাইরোবি শহরের একটি সুপার শপ মলে।
৯।
ছবিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামাকে দেখা যাচ্ছে, তিনি দাড়িয়ে আছেন “Door of No Return” নামের এই যায়গায়, এটি সেনেগালের Goree দ্বীপে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক স্থান। এই খান দিয়েই হাজার হাজার মানুষকে দাস হিসেবে পাঠিয়ে দেয়া হত অজ্ঞাত স্থানে, পরে আর তারা কেও ফিরে আসতে পারতোনা ফলে এই যায়গার নাম “Door of No Return”!
১০।
এই ছবিটি তোলা হয়েছে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ, এটি ব্রাজিলের Mane Garrincha স্টেডিয়ামের বাইরের একটি দৃশ্য, এখানে ব্রাজিল এবং অস্টেলিয়ার মাঝে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ কিন্তু সেখানে দুই পক্ষের মাঝে বিবাদ সৃষ্টি হলে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসে।
প্রিয় পাঠক কেমন লাগলো আমাদের এই আয়োজন? ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে আমাদের জানান এবং ২০১৩ সালের আরও ঘটনার বিষয়ে জানতে আমাদের সাথেই থাকুন।
This post was last modified on ডিসেম্বর ১০, ২০১৩ 10:50 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতে বাঁধা ‘স্মার্ট’ ঘড়ি প্রতিনিয়ত জানান দিচ্ছে যে, আপনার ক্যালোরি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম বৃহত্তর টাইলস এবং স্যানিটারি সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চিফ এক্সিকিউটিভ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মা নাজমুন মুনিরা ন্যানসির পথেই হাটছেন তার কন্যা মার্জিয়া বুশরা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় আবারও ভয়াবহ হামলা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাবাকে দেখেই আদর খেতে ছুটরো আহ্লাদি সিংহশাবক। কিন্তু সিংহশাবকের মাথায়…
View Comments
ভাল লেগেছে ।
ভাল । কিন্তু আমি হাস্না সালেহিন এর সাথে একমত।
অবশ্যই ভালো লাগলো তবে ২০১৩ সালে বাংলাদেশের কিছু ঘটে যাওয়া ঘটনাগুলোর স্থান পাওয়া উচিৎ ছিল, যেমন রানা প্লাযার,তাজ্রিন গার্মেন্টস আরও অনেক কিছুই থাকতে পারতো । ধন্যবাদ দি ঢাকা টাইমস ।
ভাল লাগল ।
বাংলাদেশের আনেক কিছু আছে যা আমরা জানিনা সেগুলো জানাবেন। কারন “আগে নিজেকে জানি তার পর আন্যকে”
শব দেখলাম কিন্তু বাংলাদেসের রানা প্লাজা এর ছবি দেখলাম না মরমান্তিক কন ছবি দিতে পারলেন না
এদের থেকেও আমাদের দেশে ঘটে যাওয়া রানা প্লাজা যে র্মমাহত ছবি আ সেগুলো দিলে ভাল হত
খুব ভাল লেগেছে । সামনে আরও ভাল কিছু আশা করি।।