আগামী মঙ্গলবার বাংলাদেশে আসছে স্বপ্নের ফুটবল বিশ্বকাপ ২০১৪ ট্রফি!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ব্রাজিলের রিও ডি জেনিরো শহর থেকে ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক বিশ্ব ভ্রমণ শুরু করে অবশেষে ফিফা বিশ্বকাপ ২০১৪ সালের ট্রফি বাংলাদেশে আসছে ১৭ তারিখ মঙ্গলবার!


বিশ্ব জুড়ে সকল জাতির স্বপ্ন তারা এক দিন না একদিন এই ট্রফি বিজয় করবেই, বাংলাদেশও কোন এক সময় এই ট্রফি হয়তো জিতবে কিন্তু সে বিজয়ের জন্য অপেক্ষা করতে হবে আরও অনেক সময়, তবে এবার স্বপ্নের বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের মাটি ছুঁয়ে যাবে ১৭ ডিসেম্বর মঙ্গলবার।

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের আসার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক বাফুফে জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদীর মুখ থেকে।

সালাম মুর্শেদী জানিয়েছেন ফিফা এবং কোকাকোলার যৌথ উদ্যোগে সারাবিশ্ব ভ্রমণ করবে ফিফা বিশ্বকাপ ২০১৪ সালের এই ট্রফি। এই সময়ের মাঝে ১৭ ডিসেম্বর মঙ্গলবার এটি বাংলাদেশে এসে পৌঁছাবে ফিফা এবং কোকাকোলার যৌথ উদ্যোগে ভাড়া করা বিশেষ বিমানে করে মঙ্গলবার দুপুর ১টা ৬ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে এই ট্রফি। দুইদিন পর শুক্রবার সকালেই আবার বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ ছেড়ে ভুটানের উদ্দেশ্যে উড়ে যাবে।

বিশ্বকাপ ট্রফি দেখতে এবং ছবি তুলতে সুযোগ পাবেন ১৫ হাজার দর্শক, যাদের বেশিরভাগ প্রায় ৯ হাজার দর্শক কোকাকোলা খেয়ে এই টিকেট লাভ করবেন এবং বাংলাদেশ ফুটবলের সাথে সংশ্লিষ্ট হিসেবে বাকী ৬ হাজার টিকেট বরাদ্দ দেয়া হবে।

Related Post

দর্শক ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এই ট্রফি দেখতে পাবেন, দর্শকদের ট্রফি দেখার বিষয়ে কোকাকোলার কান্ট্রি ডাইরেক্টর দেবাশীষ দেব বলেন, আমরা উম্মুক্ত টিকেটের মাধ্যমে সকলকে এই ট্রফি দেখতে দিতে গেলে অনেকেই হয়ত টিকেট কেটে দেখার সুযোগ পাবেন না ফলে কোকাকোলা পান করে টিকেট পাওয়ার এই সুযোগ দিয়েছি যা সারা বিশ্বে একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কোকাকোলার পক্ষ থেকে। যারা চূড়ান্ত টিকেট পাবেন তারা প্রত্যেকে ১ ঘন্টা ৩০ মিনিট স্টেডিয়ামে থাকতে পারবেন এবং বিশ্বকাপের সাথে ছবি তুলতে পারবেন, নিজেদের ক্যামেরা নয়, কর্তৃপক্ষ নিজের উদ্যোগে ছবি তুলে সাথে সাথে ছবি দর্শকদের প্রদান করার ব্যবস্থা নিয়েছে।”

এদিকে বিশ্বকাপ বাংলাদেশে কে গ্রহণ করবে সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ধারণা করা হচ্ছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই ট্রফি প্রথম গ্রহণ করবেন। সেই বিষয়ে রাষ্ট্রপতির সময় চাওয়া হচ্ছে বলেও জানা গেছে।

উল্লেখ্য এর আগে ২০০২ সালে জিলেটের সৌজন্যে বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি এসেছিল। তবে সেবার এসেছিল ‘রেপ্লিকা’। এবার মূল ট্রফিই আসছে বলে জানালেন কোকাকোলার কর্মকর্তারা। সুতরাং এর দেরি কেন এখনই কোকাকোলা পান করে জিতে নিন স্বপ্নের খেলোয়াড় মেসি নেইমার যেই কাপের জন্য মাঠের লড়াইয়ে নামবে বিশ্বকাপে সেই ট্রফিটি দেখার সুযোগ!

আপডেটঃ

অবশেষে বিশ্বকাপ ফুটবল ২০১৪ সালের ট্রফি কোকাকোলার একটি বিশেষ বিমানে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলো! পূর্ব ঘোষিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে র‌্যাডিসন হোটেলে প্রদর্শন করা হবে বিশ্বকাপ ফুটবলের ট্রফি; সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

This post was last modified on ডিসেম্বর ১৭, ২০১৩ 5:28 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

প্রাপ্তবয়স্কদের সিনেমাটি নিয়ে পায়েল যা বললেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…

% দিন আগে

“ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’: মমতা বন্দ্যোপাধ্যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

% দিন আগে

তুরস্কে বিড়াল পেল নাগরিকত্বের স্বীকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…

% দিন আগে

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে