দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিন দিন বৈশ্বিক উষ্ণতা বাড়ছেই এতে গলে যাচ্ছে পৃথিবীর বরফ স্তর এবং বেড়ে যাচ্ছে সমুদ্র স্তর ফলে ডুবে যাচ্ছে পৃথিবীর নিচু অঞ্চল সহ অনেক দেশের ভূখণ্ড! এবার গবেষকরা জানিয়েছেন আগামী ৭০ বছরের মাঝেই সমুদ্রের পানির উচ্চতা বাড়বে আরও ২ ফুট এবং ২২০০ সালের দিকে এই সীমা বেড়ে যাবে ৮ ফুট!
গ্রীন হাউজ গ্যাস সহ বিভিন্ন কারণে বেড়েই চলেছে পৃথিবীর উষ্ণতা, এতে করে গোলে যাচ্ছে বরফ। বরফ গলা পানি চলে যাচ্ছে সমুদ্রে এবং বেড়ে যাচ্ছে সমুদ্রের উচ্চতা, কোন উপায় নেই এই বরফ গলন রোধ করার। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে মানুষের সৃষ্ট নানান কারণে।
গবেষকরা এক গবেষণায় দেখেছেন বর্তমান সময়ে পৃথিবীর বরফ গলনের হার ইতিহাসের অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ফলে সমুদ্রের উচ্চতাও বেড়ে চলেছে আগের চেয়ে দ্বিগুণ হারে। অস্ট্রলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক Eelco Rohling বলেন, “ আমরা একটি ঘুমন্ত দানবের মুখো মুখী! এতো সহজে এই বরফ গলন রোধ করা এখন সম্ভব নয়, এই গলনের ফলে এক সময় সমুদ্রের পানি ২৫ থেকে ৩০ ফুট বৃদ্ধি পাবে।
গবেষকরা আরও লক্ষ্য করেন তাপমাত্রা আগের চেয়ে প্রায় ১০ গুণ বেশি হারে বেড়ে যাচ্ছে, বর্তমানে পৃথিবী জুড়ে বেড়ে চলেছে কারখানা তৈরি একই সাথে দূষণ ফলে আগের চেয়ে পৃথিবী বৈশ্বিক উষ্ণতা অনেক বেড়ে গেছে এতে বরফ গলছে পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে।
Nature জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে আজ থেকে প্রায় ৭০ বছরের মাঝেই পৃথিবীর সমুদ্র উচ্চতা বেড়ে যাবে ২ ফুট এবং ২২০০ সালের মাঝে তা বেড়ে দাঁড়াবে ৮ ফুট! এতে ডুবে যাবে পৃথিবীর অসংখ্য নিচু ভূমি!
সূত্রঃ দিটেকজার্নাল
ধন্যবাদান্তেঃ Nature
This post was last modified on জানুয়ারী ১৯, ২০২৩ 9:37 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে খ্যাতিমান চলচ্চিত্রগুলো। শুধু তাই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিমানটি ওড়ার পূর্বেই এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১০ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই কথায় কথায় বলে থাকেন যে, দিনে একটা করে আপেল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের রাস্তায় এখন দেখা মিলবে নিরবচ্ছিন্ন ড্রাইভিং অভিজ্ঞতা, অসামান্য পারফরম্যান্স,…