দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ Optical illusions বা দৃষ্টিবিভ্রমে মধ্যমে কেবল মানুষই নয় প্রাণীকূল ও বোকা বনে যায় বলে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে।
বিড়াল কিংবা কুকুর এরা মানুষের গৃহপালিত পোষা প্রাণী এদের উপর গবেষণা করে দেখা গেছে বিড়াল কিংবা কুকুরও মানুষের মত চোখের ধাঁধায় কিংবা দৃষ্টিবিভ্রমের মাধ্যমে বোকা হতে পারে।
চোখের ধাঁধার বা দৃষ্টবিভ্রমের মাধ্যমে মানুষের চোখকে ধোঁকা দিয়ে সাধারণত যাদু দেখান হয়, উপরের ছবিতে দেখা যাচ্ছে দুটি বোর্ডের মাধ্যমে চোখের ধাঁধা তৈরি করা হয়েছে যেখানে দুটি কাগজ একটির উপর দিকে অন্যটি টেনে নিলে সেখানে দেখা যাচ্ছে কিছু বলের মত বৃত্ত গ্লাসে ঢুকছে এবং বের হচ্ছে, এতে টেবিলে বসা বিড়ালটি অত্যন্ত দ্বিধাগ্রস্ত হয়ে বোকা বনে গেল।
দৃষ্টিবিভ্রমের এই কারসাজীনিয়ে optical illusion নিয়ে কাজ করা বিখ্যাত প্রতিষ্ঠান Brusspup জানিয়েছে তাঁরা দুটি স্বচ্ছ প্ল্যাস্টিক বোর্ড নিয়ে তাঁকে একটিতে বিশেষ ভাবে যেকোনো কিছুর আকৃতি দেয়া হয় এবং অন্য আরেক্টিতে যেটি অপেক্ষাকৃত কালো এবং তাতে কালো এবং সাদা দাগ কাঁটা থাকে। কালো সাধা দাগ কাঁটা পাতলা প্ল্যাস্টিকটি অন্নটির উপর দিয়ে ধীরে চালালেই সেখানে বিভিন্ন জিনিসের অভিব্যক্তি ফুটে উঠে। এতে অনেকেই ধাঁধায় পড়ে যায়। Brusspup এর নতুন এই পরীক্ষার মাধ্যমে প্রমানিত হল মানুষের মত প্রানিরাও দৃষ্টিবিভ্রমের মাধ্যমে বোকা হতে পারে।
চলুন নিচের ভিডিওতে বিস্তারিত দেখিঃ
সূত্রঃ দি টেক জার্নাল
This post was last modified on ডিসেম্বর ২১, ২০১৩ 9:56 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত তথ্য খোঁজার সুযোগ দেওয়ার জন্য সম্প্রতি ‘সার্কেল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন মামনুন ইমন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংস্থায় কাজ করতে হলে কর্মীদের মেনে চলতে হয় বিদ্ঘুটে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৩ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি শরীরচর্চা করলে শরীর ফিট থাকে। ওজনও তখন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার এবং এয়ারমার্স ব্র্যান্ডের এআইওটি (আর্টিফিশিয়াল…