Categories: সাধারণ

এরশাদের লাঙ্গল নিয়ে নির্বাচনে যাচ্ছে জাপা-নির্দেশ দিয়েছেন রওশন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে হাসপাতালে নেওয়ার পর থেকে কত রকম কাহিনী শোনা গেলো তার শেষ নেই। সর্বশেষ গতকাল রওশন নির্দেশ দিয়েছেন লাঙ্গল প্রতীক নিয়ে পার্টির নির্বাচনে যাওয়ার।


দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তার স্ত্রী রওশনকে পার্টির মনোনীত প্রার্থীদের নির্দেশ দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ । যার ফলে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ পার্টির প্রার্থীদের বিষয়টি জানিয়ে দিয়ে দ্রুত তার সঙ্গে গুলশানের বাসায় এসে দেখা করতে বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রওশন এরশাদের সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করতে এসে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও সিলেট ৫ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এম পি সেলিম উদ্দিন এবং দলের আরেক যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এম পি লিয়াকত হোসেন খোকা সাংবাদিকদের এমন কথা বলেছেন। ২১টি আসনে জাপার প্রার্থীরা এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাছাড়া লাঙ্গল প্রতীকে এখনো নির্বাচনী মাঠে রয়েছেন ৮৫ প্রার্থী।

দলটির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেন, ‘পার্টির মধ্যে কোনো বিভক্তি নেই। যা হচ্ছে সব পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশেই হচ্ছে।’ এরশাদকে পিতা ও রওশন আমাদের মাতা উল্লেখ করে লিয়াকত হোসেন খোকা সাংবদিকদের বলেন, ‘আমাদের পিতা অসুস্থ হওয়াই আমরা মাতার নির্দেশই কার্যক্রম চালাচ্ছি।’ তিনি অবশ্য এও বলেন, ‘যদি আমাদেরকে দলের চেয়ারম্যান এরশাদ পদত্যাগ করতে বলেন তা হলে অবশ্যই পদত্যাগ করব।’ লিয়াকত হোসেন খোকা আরও বলেন, ‘আমাদেরকে নির্বাচনে যাওয়ার নির্দেশ দিয়েছেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। তার নির্দেশই আমরা নির্বাচনে যাচ্ছি। আমরা আমাদের দলের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেইনি।’

যারাই রওশন এরশাদের বাসায় আসছেন তাদেরই নির্বাচনি প্রচারণায় নামতে নির্দেশ দেওয়া হচ্ছে বলেও জানান জাপার এই নেতারা। এমন এক পরিস্থিতিতে এখন প্রায় নিশ্চিতভাবেই বলা যায় রওশন এরশাদের নেতৃত্বেই জাতীয় পার্টি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যম এখনও জাতীয় পার্টিকে নিয়ে পক্ষে-বিপক্ষে নানা সংবাদ প্রকাশ করছে। তবে পার্টির চেয়ারম্যান যদি সংবাদ মাধ্যমকে সরাসরি কিছু বলার সুযোগ পেতেন তাহলে হয়তো সঠিক সিদ্ধান্ত জানা যেতো। কিন্তু যেহেতু তিনি হাসপাতালে রয়েছেন, তাই এখন তার পারিবারিক ও পার্টির উত্তরসুরি হিসেবে রওশন এরশাদের নির্দেশ মতো চলা পার্টির নেতাদের দায়িত্ব এমনটাই মনে করছেন অংশগ্রহণকারী নেতারা। তবে যায়ই ঘটুক না কেনো, সময়ই বলে দেবে প্রকৃত রহস্য।

This post was last modified on ডিসেম্বর ২০, ২০১৩ 2:58 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

হাঁটা কিংবা দৌড়ানোর জুতো কেমন হওয়া উচিত?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাঁটা কিংবা দৌড়ানোর জুতো কেমন হওয়া উচিত? সেটি হয়তো অনেকের…

% দিন আগে

ইনস্টাগ্রাম প্রোফাইল শেয়ার আরও সহজ হচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফটো ও…

% দিন আগে

সংগীতশিল্পী টেইলর সুইফট বিশ্বের সবচেয়ে ধনী নারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…

% দিন আগে

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাপদ্ধতি যা হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…

% দিন আগে

চালক বাস না থামানোয় দরজা ধরে এক কিমি ঝুললেন তরুণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…

% দিন আগে

সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…

% দিন আগে