Categories: সাধারণ

১৮ দলের ৮৩ ঘণ্টার নিরুত্তাপ অবরোধ শুরু

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ১৮ দলীয় জোটের ৮৩ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। তবে একেবারেই নিরুত্তাপ। আজ শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে আগামী মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত।


নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এই অবরোধ ১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি।

টিকাদান কর্মসূচি এই অবরোধের মধ্যে পড়ায় জাতীয় টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত জাতিসংঘ ও স্বাস্থ্য বিভাগের যানবাহন এই অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে এছাড়াও সংবাদপত্র ও ফায়ার সার্ভিসের গাড়ি আওতামুক্ত থাকবে বলে জোটের পক্ষ থেকে পূনর্ব্যক্ত করা হয়েছে।

এদিকে আজ অবরোধের ঘোষণা দিলেও রাজধানীসহ সারা দেশে তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে অবরোধ। সকালে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে গেছে প্রায় সব ট্রেন। অপর দিকে দূরপাল্লার বাস আজ চালানোর কথা থাকলেও ভোরে কয়েক িকাউন্টারে খবর নিয়ে জানা যায়, এখনও কোন বাস চলাচল শুরু হয়নি। উত্তরাঞ্চলের একটি কাউন্টার থেকে জানানো হয়, মালিকরা সিদ্ধান্ত জানালে বাস চলবে। মালিকরা এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেননি এমনটা জানানো হয়েছে।

প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, নৌ-পরিবহন মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, শনিবার (আজ) থেকে দূরপাল্লার সব বাস চলবে। তিনি বলেছেন, মালিক পক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। সরকার এক্ষেত্রে ক্ষতিপূরণও দেবে এমন আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে বাস মালিকরা কেও কেও গাড়ি রাস্তায় বের করার কথা বললেও অনেকেই আবার এর বিরুদ্ধে বলেছেন, রাস্তায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে, তবেই গাড়ি চালানো সম্ভব হবে। তাছাড়া মালিকরা বলেছেন, রাস্তার অনেক স্থানে রাস্তা কেটে রাখা হয়, গাছ ফেলে রাখা হয়, এগুলো তাৎক্ষণিক অপসারণ না করলে কিভাবে রাস্তায় গাড়ি চলবে।

Related Post

এদিকে সারাদেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। বিভিন্ন জেলা শহরে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ায় জামায়াত-শিবিরসহ আন্দোলনকারীরা এখন ফেরারি হয়ে আছেন। যে কারণে অবরোধে রাস্তায় ব্যরিকেড ও ভাংচুরের ঘটনা কমে গেছে বলে মনে করা হচ্ছে। রাজধানীতে বৃহস্পতিবার রাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরুর কথা থাকলেও এখন পর্যন্ত কোন এ সংক্রান্ত খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আন্দোলন করে আসছে।

This post was last modified on ডিসেম্বর ২১, ২০১৩ 10:22 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দীপিকা ছেলের জন্য সুস্থ হয়ে উঠতে চান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…

% দিন আগে

নাখোশ ইউরোপ: যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে খুশি রাশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…

% দিন আগে

কানাডায় বরফের নিচে আয়োজন হলো পার্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…

% দিন আগে

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% দিন আগে

নাসার রোভার মঙ্গল গ্রহে বজ্রপাতের সম্ভাব্য শব্দ ধারণ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…

% দিন আগে