দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী সপ্তাহ থেকে লাগাতার আন্দোলনে যাচ্ছে ১৮ দলীয় জোট। আগামীকাল মঙ্গলবার সংবাদ সন্মেলন করবেন বেগম খালেদা জিয়া। তখন সরকারকে নতুন আলটিমেটাম ও নতুন কর্মসূচি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দশম জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সরকারের সঙ্গে এখনও সমঝোতার সদিচ্ছা রেখেই টানা আন্দোলনের ছক কষেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আন্দোলনের রূপরেখায় থাকছে শুক্রবারসহ লাগাতার অবরোধ, ঘেরাও, গণমিছিল। এই কর্মসূচি শুরু হতে পারে ২৮ ডিসেম্বর থেকে। আগামী ৫ জানুয়ারি নির্বাচনের দিন থাকবে ‘গণকারফিউ’। জানা গেছে, নির্বাচনের দিন ভোটারদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হবে। এর আগে নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও কর্মসূচিও দেয়া হতে পারে। আন্দোলনের এইসব কর্মসূচিকে সামনে রেখেই আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বক্তব্যে তিনি নির্বাচন প্রশ্নে সরকারকে সমঝোতার শেষ আহ্বান জানাবেন- এমন আভাস পাওয়া গেছে।
বিএনপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার জানানো হয়, দেশের চলমান রাজনৈতিক সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামী মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় বিএনপি চেয়ারপারসন তার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।
এদিকে ১৮ দলের পঞ্চম দফা অবরোধ শেষ হচ্ছে কাল বিকাল ৫টায়। অবরোধ শেষেই বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন। আর এই সংবাদ সম্মেলনটি তিনি করছেন নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সশস্ত্র বাহিনী মোতায়েনের আগের দিন। উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে আগামী বুধবার থেকে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে।
সংশ্লিষ্ট দলীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলেছে, দেশবাসীর উদ্দেশে দেয়া কালকের ওই বক্তব্যে খালেদা জিয়া সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর উদ্দেশেও কিছু কথা বলতে পারেন। কোনো ‘একতরফা ও প্রহসনের’ নির্বাচনে সহযোগিতা করা থেকে বিরত থাকার জন্য তিনি সেনাবাহিনীর প্রতি অনুরোধ রাখবেন। এছাড়া বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুধাবন করে জনমতের সঙ্গে সহমত পোষণ করার জন্য তিনি প্রতিবেশী দেশ ভারতের প্রতিও আহ্বান জানাবেন বলে জানা গেছে। শুধু তাই নয়, বেগম জিয়া সরকারকে তিন ইস্যুতে সংক্ষিপ্ত সময়ের জন্য চূড়ান্ত আল্টিমেটাম দেবেন। বর্তমান তফসিল বাতিল করে সমঝোতার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের শেষ আহ্বান জানাবেন তিনি এমন আভাষ পাওয়া গেছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এখন চলছে পঞ্চম দফা অবরোধ। চলবে কাল। তবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের কারণে ২৫ ডিসেম্বর বুধবার ১৮ দলের কোনো কর্মসূচি থাকবে না।
This post was last modified on ডিসেম্বর ২৩, ২০১৩ 11:41 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাঁটা কিংবা দৌড়ানোর জুতো কেমন হওয়া উচিত? সেটি হয়তো অনেকের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফটো ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…