যেভাবে নিজেকে এবং পরিবারকে আগুণ থেকে রক্ষা করবেন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আগুন যেমন মানবজাতির অত্যাবশ্যকীয় উপাদান ঠিক তেমন ভাবে আগুন মানুষের ধ্বংসের কারণও হতে পারে। সামান্যতম অসাবধানতার কারণেই ঘঠতে পারে ভয়ংকর দুর্ঘটনা, আজ দি ঢাকা টাইমসের আয়োজন আগুন কেন লাগতে পারে, আগুন লাগলে করনীয় এবং কিভাবে আগুন থেকে নিজেকে ও পরিবারকে নিরাপদে রাখতে হবে সেই বিষয়ে বিস্তারিত টিপস।


আগুন বিভিন্ন কারণে লাগতে পারে, মূলত আগুন হচ্ছে নিয়ন্ত্রণের জিনিস, পর্যাপ্ত আগুন আমাদের জন্য অত্যাবশ্যকীয় কিন্তু আগুনের মাত্রা যখন সীমা ছাড়িয়ে যায় যখন আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় আগুন তখন তা আমাদের ধ্বংসের কারণ হয়ে যায়। আগুন থেকে বাঁচতে হলে কিছু জিনিস জানা জরুরী।

আগুন কেন লাগে?

আগুন বিভিন্ন কারণে লাগতে পারে, আগুন লাগার মূল কারণ দুটি। প্রাকৃতিক এবং মানব সৃষ্ট।

প্রাকৃতিক কারনের মাঝে রয়েছেঃ

Related Post

১) দাবানল

২) আগ্নিওগিরির অগ্নুৎপাত

৩) বজ্রপাত

৪) প্রাকৃতিক জ্বালানীর খনি

মানব সৃষ্ট কারণ হচ্ছেঃ

১) জলন্ত চুলার অসাবধানি আগুন

২) জ্বলন্ত ম্যাচ সিগারেট ইত্যাদি যত্রতত্র ফেলা

৩) শিশুদের আগুন নিয়ে খেলা

৪) বৈদ্যুতিক শর্টসার্কিট

৫) বিভিন্ন দাহ্য বস্তুর সংমিশ্রণ এবং নিভে যাওয়া আগুনের কয়লা

আগুন লাগার আগে আমরা কিভাবে সচেতন হতে পারি?

আগুন লাগার আগে আমাদের সচেতন হওয়া জরুরী কারণ আগুন লেগে গেলে কিছু না কিছু ক্ষয় ক্ষতি হবেই। কিন্তু আমাদের সামান্য সচেতনতাই পারে আগুন লাগা প্রতিরোধ করতে। বিভিন্ন ভাবে সচেতন থেকে আপনি আগুন থেকে নিরাপদে থাকতে পারেন জেমনঃ

১) রান্নার পর চুলা নিভিয়ে রাখুন, পর্যাপ্ত গ্যাস, জ্বালানি সীমিত ব্যবহার করুন।

২) কেরোসিনের বাতি ব্যবহার পরিহার করুন করলেও চিমনি ব্যবহার করুন।

৩) শহর এলাকায় বেশীরভাগ আগুন লাগার ঘটনা ঘটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে সুতরাং নিজ নিজ বাসার বিদ্যুৎ লাইন ঠিক আছে কিনা মাসে অন্তত একবার পরীক্ষা করুন।

৪) চুলার আসে পাশে পাতিল ধরার কাপড় রাখবেন না।

৫) চুলার উপরে কাপড় শুকাতে দেয়ার অভ্যাস ত্যাগ করুন।

৬) শীতকালে বিশেষ করে আগুন লাগার সম্ভাবনা বেশি ফলে এসময় ফায়ার সার্ভিসের নাম্বার মুখস্ত রাখুন কিংবা কাছের কথাও লিখে রাখুন।

৭) আগুন যদি লাগে তবে অবশ্যই ফায়ার সার্ভিসে খবর দিবেন তবে ফায়ার সার্ভিসে খবর দেয়ার পরে তাঁরা আসতে আসতে সময় লাগে এ সময়ে অবশ্যই নিজেরা হাতের কাছে যা আছে তাই নিয়ে আগুন নেভাতে চেষ্টা করুন।

৮) আগুন লাগলে সমন্বয়ের মাধ্যমে তা নিভিয়ে আনার চেষ্টা করুন, কখনোই হুড়োহুড়ি করবেন না। সবার মাথা ঠাণ্ডা রাখার মাধ্যমে আগুন নিভিয়ে আনার চেষ্টা করুন।

৯) বাসায় সব সময় এক বালতি বালি রাখুন।

১০) বিদ্যুতের কারণে আগুন লাগলে সেখানে হুট করে পানি দিবেন না একই সাথে চুলার তেলে আগুন লাগলেও পানি দিবেন না এতে ক্ষতির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এসব ক্ষেত্রে বালির প্রয়োগ করুন। বিদ্যুৎ লাইন , গ্যাস লাইন বন্ধ করার ব্যবস্থা করুন।

১১) এতো কিছুর পরেও যদি শরীরে আগুন লেগেও যায় তবে ছুটাছুটি এবং না দৌড়িয়ে মাটিতে কিংবা ফ্লোরে গড়াগড়ি দিন এতে আগুন নিভে যাবে। আগুন নিইয়ে দোরালে আগুন আরও বাড়বে।

সব শেষে আগুন যদি লেগে যায় তবে পরিবারের সবাইকে নিয়ে মাথা ঠাণ্ডা রেখে আগে নিরাপদে দূরে সরে যাওয়ার চেষ্টা করুন। আশেপাশের মানুষের সহায়তা চান। আগুন লাগলে হুড়োহুড়ি না করে শান্ত থেকে সিদ্ধান্ত নিন, উপস্থিত বুদ্ধি কাজে লাগান।

বিদ্রঃ আগুন লেগে শরীর পুড়ে গেলে তাৎক্ষণিক করনীয় নিয়ে টিপস জানতে আমাদের সাথেই থাকুন। জানা থাকা ভালো, জেনে সাবধান থাকা আরও ভালো, হয়ত এই জ্ঞান আপনার কিংবা আপনার আশেপাশের মানুষের বিপদে জীবন রক্ষায় সহায়তা করবে।

This post was last modified on ডিসেম্বর ২৮, ২০১৩ 1:07 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

মৌলিক গান নিয়ে আবার গানে ফিরলেন তানভীর তমাল [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…

% দিন আগে

২৪ বছর সংসার করার পর বিচ্ছেদ: ৪৯ বছর পর প্রাক্তন স্ত্রীকে আবারও বিয়ে ৯৪ বছরের বৃদ্ধের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…

% দিন আগে

শীতের সকালে গাছি চলেছে খেজুরের রস নিয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১…

% দিন আগে

লিকার চা খাবেন নাকি কালো কফি? কোনটি বেশি স্বাস্থ্যকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘুম থেকে উঠেই সকাল বেলা দুধ চা খেতে বারণ করেছেন…

% দিন আগে

মনির খান আবারও নতুন ‘অঞ্জনা’ নিয়ে আসছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় গায়ক মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’।…

% দিন আগে

গাড়ি-ঘোড়ায় প্রবল এক সংঘর্ষ: ১০ ফুট উড়ে রাস্তায় মুখ থুবড়ে পড়ে মারা গেলো চতুষ্পদ! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাড়ি-ঘোড়ায় প্রবল এক সংঘর্ষ ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাগপতে। দিল্লি-সাহারানপুর হাইওয়েতে…

% দিন আগে