দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্চ ফর ডেমোক্রেসি’র আজ দ্বিতীয় দিনেও হাইকোর্ট প্রাঙ্গনে আওয়ামীলীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ঘণ্টাখানেক আগে শুরু হওয়া এই সংঘর্ষ এখনও চলছে।
গতকাল সংঘর্ষের পর আজ সকাল থেকেই আইন শৃংখলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা নিলেও ১১টার দিকে হঠাৎ করেই যেনো পুরো হাইকোর্ট এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে গেটের বাইরে আওয়ামীলীগ, অপরদিকে ভেতরে বিএনপি ও জামায়াত এই তিনপক্ষই এখন মারমুখি। ধাওয়া পাল্টা ধাওয়া এভাবেই এক রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো হাইকোর্ট এলাকা। পুলিশ চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
উল্লেখ্য, গতকাল বিএনপি সমর্থিত আইনজীবিরা হাইকোর্টের বাইরে বের হতে চাইলে পুলিশ গেট আটকে তাদের বাধা দেয়। পরে সরকার সমর্থিত সংগঠনের লোক জন লাঠি নিয়ে ভেতরে প্রবেশ করে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় একটি মোটর সাইকেলে তারা আগুন ধরিয়ে দেয়।
This post was last modified on ডিসেম্বর ৩০, ২০১৩ 1:02 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…
View Comments
এই ছত্ত জিবনে আর কত কিচু যে দেকব আল্লাহ-ই জানে???আমার আক্তা জিনিস কন ভাবেই মাথাই আসে না এত কিচুর পরেও মানুস কি ভাবে আওমিলিগ ক সমরথন করে???এই কি সেই আওমিলিগ যে আওমিলিগ আমাদের কে সাধিনতা এনে দিএছিল???আসলে খমতার দাপটে আওমিলিগ পাগল হয়ে গেছে...।