দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সবাই চায় তার পুরোনো বছর থেকে নতুন বছর আরও সুন্দর এবং আরামদায়ক করতে, এমন অনেক ছোটখাটো বিষয় রয়েছে যা আমাদের অনেক সমস্যার সৃষ্টি করে, তবে চলুন দেখা নেয়াযাক দৈনন্দিন এসব সমস্যা থেকে কিভাবে সহজেই মুক্তি পাওয়া যায়?
১। কাগজের রোলের সাহায্যে বানিয়ে ফেলুন স্মার্টফোন লাউড স্পীকার!
২। দেয়ালে পেরেক মারতে আঙ্গুলে হাতুড়ির আগাত পড়া থেকে বাঁচতে কাপড় শুকানোর ক্লিপ ব্যবহার করা যায়!
৩। হাতে সময় খুব কম অথচ ঠাণ্ডা পানীয় পান করতে মন চাইছে? ড্রিংকের বোতলটি ভেজা টিস্যু পেপারে মুড়িয়ে ফ্রিজে রেখে দিন, ১৫ মিনিটে কণকণে ঠাণ্ডা হয়ে যাবে।
৪। অযথা হাতের নখ দিয়ে চাবির রিং খুলতে যাবেন না বিপদ হতে পারে, STAPLE রিমভার ব্যবহার করুন।
৫। গাড়ির লাইট অনেক পুরনো হয়ে ঝাপসা হয়ে গেছে? সমস্যা নেই, তুথ পেস্ট দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন ঝকঝকে তকতকে হয়ে যাবে।
৬। গরমের দিনে কোল্ড কফি বা ঠাণ্ডা কফি পান করতে চান? কোন চিন্তা নেই, কফি বানিয়ে তা আইস ট্রেতে ঢেলে রাখুন সময় মত কোল্ড কফি পান করুন।
৭। বাথ রুমে পানির কল নষ্ট হয়ে গেছে? কোন সমস্যা নেই বেসিন থেকে উপরের ছবির মত করে খুব সহজেই কাজ সেরে নিতে পারবেন।
৮। চার্জারের উপরের দিকে জ্যাক ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যায়? সমস্যা নেই সেখানে একটি স্প্রিং লাগিয়ে দিন, অনেকদিন টিকবে।
৯। কী বোর্ড স্ট্যান্ড ভেঙ্গে গেছে? কোন সমস্যা নেই উপরের ছবির মত পেপার ক্লিপ দিয়ে ঠিক করে নিন!
১০। রঙ করার সময় রঙ গড়িয়ে ফ্লোরে পড়ে? রঙের কৌটায় মাঝ বরাবর একটি সুতা বা রাবার লাগিয়ে নিন সেখানেই রঙ করার সময়ে রঙের ব্রাশ ঝেড়ে তুলুন, সমস্যা সমাধান!
সূত্রঃ viralnova
This post was last modified on ফেব্রুয়ারী ৬, ২০১৪ 11:46 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…
View Comments
thanks...
khuv....valo......plan