দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নানান মহলের উদ্বেগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইসিসির এশিয়া বিষয়ক আঞ্চলিক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল আজ শ্রীলংকায় এক বৈঠক শেষে ঘোষণা দিয়েছে বাংলাদেশেই হবে এশিয়া কাপ ২০১৪।
ক্রিকেটের কিছু বিশ্লেষক, ভারতীয় মিডিয়া এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অপতৎপরতার কারণে মূলত বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের মনে আশঙ্কা দানা বাঁধে শেষ পর্যন্ত বাংলাদেশে হতে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট সমূহ কি অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে!
মূলত, ভারতীয় মিডিয়া এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশে ক্রিকেট খেলা হওয়ার পরিবেশ নেই বলেই কিছুদিন ধরে দাবি করে আসছিল, তাদের ভাষ্য মতে, বাংলাদেশে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের ধ্বংসাত্মক আন্দোলনের কারণে নিরাপত্তার পরিবেশ নেই। ফলে এখানে আন্তর্জাতিক বহুজাতিক ক্রিকেট ইভেন্ট হওয়া বা বিভিন্ন দেশের খেলোয়াড়দের নিরাপত্তা দেয়ার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের নেই।
তবে আজকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা বসে শ্রীলংকায়, সেখানে এশিয়া কাপ ২০১৪ আয়োজন এবং বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ক্রিকেট ইভেন্টের জন্য কতোটা নিরাপদ এসব বিষয় খতিয়ে দেখা হয়।
সভা শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী আশরাফুল হক ঘোষণা দেন, বাংলাদেশ সকল প্রকার ক্রিকেটের জন্য নিরাপদ, বাংলাদেশেই আগের শিডিউলেই এশিয়া কাপ ২০১৪ এর ১১ টি খেলাই অনুষ্ঠিত হবে। সব খেলা বাংলাদেশের রাজধানী শহর ঢকাতেই পূর্বের দিন তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এছাড়াও জনাব আশরাফুল হক আরও বলেন, বাংলাদেশ, শ্রীলংকা, ভারত, পাকিস্তান সহ এশিয়ার পঞ্চম দেশ হিসেবে আফগানিস্তান এশিয়া কাপ ২০১৪ তে অংশ নেবে।
উল্লেখ্য বাংলাদেশে দশম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে আন্দোলন চালাচ্ছে, এতে অনেক মানুষ প্রান হারালে বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড উদ্বেগ জানায় এবং তাঁরা তাদের খেলোয়াড় বাংলাদেশে না পাঠানোর বিষয়ে বিবেচনা করছে বলেও উল্লেখ্য করে। একই সাথে কিছু সংখ্যক ভারতীয় মিডিয়া জানায় বাংলাদেশের এশিয়া কাপ সহ আইসিসি টি২০ বিশ্বকাপ ২০১৪ ভারতের কলকাতায় সরিয়ে নেয়া হতে পারে।
সূত্রঃ Cricketcountry
This post was last modified on ফেব্রুয়ারী ৬, ২০১৪ 11:47 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া কাহিনী স্টুডিও কোন রেগুলার প্রডাকশন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাজীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করলো সৌদি আরব। এবার দেশটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভুল করে বিড়ালটির গায়ের উপর পা তুলে দেয় এক তরুণ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১১ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কথা মনের মধ্যে চেপে না রেখে, তা খোলাখুলিভাবে বলে দিলেও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা করলো স্যামসাং। দুর্দান্ত এই…