Categories: সাধারণ

বর্ধিত হরতাল চলছে ॥ সিরাজগঞ্জে ১ জন নিহত ॥ চলছে গ্রেফতারের মহোৎসব!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল সন্ধ্যা ৬টা পর্যন্তআরও ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। সিরাজগঞ্জে ট্রাকে পেট্রোল বোমায় ১ জন নিহত হয়েছে।


হরতালের দ্বিতীয় দিন গতকাল সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয় ট্রাকের চালক ও হেলপার। বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের পাঁচলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আজও চলছে হরতাল। রাজধানীতে গণ পরিবহন যথারিতি চলছে। সিএনজি, টেম্পোসহ কিছু কিছু প্রাইভেট কার চলতে দেখা গেছে। কিশোরগঞ্জে রেল লাইনের ফিসপ্লেট খুলে রাখায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে। অফিস-আদালত খোলা রয়েছে। তবে রাজধানীর মার্কেটগুলো বন্ধ রয়েছে।

এদিকে আজও চলছে অবরোধের সঙ্গে হরতাল। আজ ভোর পর্যন্ত হরতার থাকলেও গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল বাড়ানোর ঘোষণা দেন বিএনপির নেতা সেলিমা রহমান।

অপরদিকে গতকাল বেশ কয়েকজন বিএনপি নেতাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের পর বিএনপি নেতা ফজলুল হক মিলন ও নাজিমউদ্দিন আহমেদকেও গ্রেফতার করেছে পুলিশ।

Related Post

নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ ও হরতালের মধ্যে মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে খন্দকার মাহবুবকে গ্রেফতার করা হয়। বেলা সাড়ে ৩টার দিকে বারিধারার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও নাজিমউদ্দিনকে। নাজিমউদ্দিনকে পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এরপূর্বে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ ৫ সংসদ সদস্যকে আটক করার খবর পাওয়া যায়। পরে পুলিশ ফারুক, শিরিন সুলতানা ও হারুন-উর-রশিদকে ছেড়ে দেয়।

হরতাল কর্মসূচি ঘোষণা করার পরই রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে আটক করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী সেলিমা রহমানকে।

এদিকে নির্বাচনোত্তর নানা সহিংসতা বিশেষ করে সংখ্যালঘুদের ওপর হামলা, বিএনপি নেতাদের গণ গ্রেফতার নিয়ে দেশী এবং আন্তর্জাতিক মহলে নানা সমালোচনা হচ্ছে। নতুন সরকার ক্ষমতায় না আসতেই বিরোধী দলের ওপর দমন-পীড়ন নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও সরব হচ্ছে।

This post was last modified on জানুয়ারী ৮, ২০১৪ 10:45 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

খেজুরের রস ও শীত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৭ পৌষ ১৪৩১…

% দিন আগে

প্রাপ্তবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে দুধ কখন ও কতোটা খেলে উপকার হবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি দুধ কোন সময় খাচ্ছেন ও কতোটুকু খাচ্ছেন, তা জানা…

% দিন আগে

নতুন বছর ২০২৫ সালে হোয়াটসঅ্যাপের উপহার একগুচ্ছ ফিচার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং এন্ড কলিং প্ল্যাটফর্ম হলো…

% দিন আগে

নুহাশ হুমায়ূন ‘বেসুরা’য় ব্যতিক্রমি চরিত্রে জয়া আহসান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নুহাশের চলচ্চিত্র মানেই এক অন্যরকম অনুভূতি। আর সেই চলচ্চিত্র ‘বেসুরা’য়…

% দিন আগে

গাজার মতোই পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চায় ইসরায়েল: হারেৎজ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চাই ইসরায়েলি…

% দিন আগে

সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন: ১৫ বছর পর আসল সত্যি জেনে চক্ষু চড়কগাছ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন এক ব্যক্তি। ১৫…

% দিন আগে