দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বহুল আলোচিত এবং প্রতীক্ষিত বৃহৎ প্রকল্প পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হচ্ছে এবছরের জুন মাসেই, বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সেতুভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান আপনাদের আজ একটি সুখবর দিতে যাচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারবে, আমরা ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করার উদ্দেশ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ এই বছরের জুন মাস থেকেই শুরু করতে যাচ্ছি।
এসময় মন্ত্রী বলেন, প্রকল্পের নকশা থেকে সব কিছু আগের মতই থাকবে তবে কেবল অর্থায়ন ব্যবস্থার পরিবর্তন হয়েছে আগে বিশ্বব্যাংক অর্থ দিত আমরা সেতুর টোল থেকে তা সুদ সহ পরিষদ করতাম। এখন অর্থ আমরা নিজেরাই দিবো, সেতুও আমরা তৈরি করব এবং এই প্রকল্পের নাম দেয়া হয়েছে পদ্মা বহুমুখী প্রকল্প।
জনাব ওবায়দুল কাদের বলেন ইতোমধ্যে পদ্মার দুই পাড়ে সেতুর অবকাঠামো নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং পুনর্বাসনের কাজ শেষ। এখন মূল সেতুর নির্মাণ কাজ শুরু করার অপেক্ষা। মন্ত্রী আরও জানান এই প্রকল্পে মূল সেতু এবং সড়ক ও রেল যোগাযোগের জন্য ছোট ছোট ব্রিজ নির্মাণ বাবদ ব্যয় ধরা হয়েছে নয় হাজার ১৭২ কোটি ১৭ লাখ টাকা। নদী শাসনকাজের জন্য খরচ ধরা হয়েছে পাঁচ হাজার ৩৬২ কোটি ৬৮ লাখ টাকা।
উল্লেখ্য পদ্মা সেতুর মূল কাজ করার ক্ষেত্রে এর আগে বিশ্বব্যাংক সহ, এডিপি, জাইকা অর্থায়ন করার কথা ছিল তবে তারা দুর্নীতির অভিযোগ এনে প্রকল্প থেকে সরে দাড়ায়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন মানুশের চাহিদা এবং দাবি পদ্মা সেতু প্রয়োজনে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে করা হবে।
This post was last modified on ফেব্রুয়ারী ৬, ২০১৪ 11:57 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাষাগত ব্যবধান কমাতে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি বিল্ট–ইন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…
View Comments
bravo we just waiting for when it will be really .
আমার কেন এত ভাল্লাগেরে, কবে দেখুম পদ্মা সেতু।
আমার তো আবেগে কান্না পাইতাসে।
কথা কি সত্য না কি আবার নতুন ফাইজলামি শুরু হতে যাচ্ছে।
আ কি মযার কবর ধন্নবাত সেহক হাছিনাকে ? জয় বাংলা জয় বঙ্ঘবন্ধু