Categories: সাধারণ

চেয়ারম্যানদের দ্বন্দ্বের জের ॥ কাবিখার ১১২ টন চাল অবশেষে ফেরত গেল!

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মচসূচির আওতায় ২০১১-১২ অর্থবছরের বরাদ্দ কাবিখা প্রকল্পের ১১২ টন চাল চেয়ারম্যানদের দ্বন্দ্বের কারণে ফেরত গেছে।

তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহম্মদ বাবুল ও সাতটি ইউপির চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে সময়মতো প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন না করায় কাবিখার এ বরাদ্দ ফেরত গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে এ উপজেলার জনগণ কাবিখার এসব উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হলো।

প্রকাশ থাকে যে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় তাড়াইল উপজেলা পরিষদের নামে কাবিখার দ্বিতীয় পর্যায়ের ১১২ টন চাল বরাদ্দ দেয় সরকার। এ বরাদ্দের বিপরীতে উপজেলার সাতটি ইউপির চেয়ারম্যানরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ১৬টি প্রকল্প জমা দেন। পরে প্রকল্পগুলো অনুমোদনের জন্য কাবিখা কমিটির সভাপতি তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে উপস্থাপন করা হয়। কিন্তু উপজেলা চেয়ারম্যান প্রকল্পগুলো অনুমোদন না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। গত ৩ এপ্রিল উপজেলা পরিষদের সভায় কাবিখার প্রকল্পগুলোর অনুমোদন না দেয়াকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান মোঃ ইসরাত উদ্দিন আহম্মদ বাবুল ও সাতটি ইউপি চেয়ারম্যানের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানরা সভা বর্জন করে বের হয়ে আসেন।

জানা যায়, এরপর থেকেই কাবিখার প্রকল্পগুলো চূড়ান্ত করার ক্ষেত্রে পরস্পরের বিরুদ্ধে নীতিমালা লংঘনের অভিযোগ এনে উপজেলা ও ইউপি চেয়ারম্যানরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। উপজেলা চেয়ারম্যান প্রকল্পগুলো বিধি মোতাবেক বাস্তবায়ন করা হয়নি মর্মে এসব প্রকল্প অনুমোদন দিতে অনীহা প্রকাশ করলে আন্দোলনে নামেন ইউপি চেয়ারম্যানরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, নিয়মানুযায়ী ৩০ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু উপজেলা ও ইউপি চেয়ারম্যানদের দ্বন্দ্বের কারণে সময়মতো কাবিখার প্রকল্পগুলো অনুমোদন ও বাস্তবায়ন না হওয়ায় উপজেলা পরিষদের নামে বরাদ্দ কাবিখার ১১২ টন চাল ফেরত গেছে।

এ ব্যাপারে তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহম্মদ বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপি চেয়ারম্যানরা বিধিমোতাবেক প্রকল্পগুলো উপস্থাপন না করায় তা অনুমোদন দেয়া সম্ভব হয়নি। পরে সমঝোতার মাধ্যমে তা সংশোধন করে উপস্থাপন করার পর এসব প্রকল্প অনুমোদনের সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

এই ছবিতে লুকিয়ে আছে খরগোশ: আপনি কী সেটি খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি একটি জঙ্গলের রাস্তার। সেই রাস্তায়…

% দিন আগে

এক অসাধারণ দৃশ্য: যেনো শিল্পীর তুলিতে আঁকা দৃশ্য!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৫ মে ২০২৪ খৃস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

রক্তে শর্করা বেড়ে গেলে পাকা আম খাবেন কীভাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি পাকা আম খেলে রক্ষে শর্করার মাত্রা বেড়ে যায়।…

% দিন আগে

আপনার স্মার্টফোন আগুনের মতো গরম হচ্ছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই গ্রীষ্মে শুধুমাত্র শরীরই নয়, গরম হচ্ছে আমাদের স্মার্টফোনটিও। ফোন…

% দিন আগে

দেশে ফিরেই মোনালিসা অভিনয়ে ফেরার কথা জানালেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময় ছোট পর্দার ব্যস্ত মুখ হিসেবে পরিচিত ছিলেন মোজেজা…

% দিন আগে

এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি হরিণ: আপনি কী খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই জঙ্গলের মধ্যে নদী রয়েছে। রয়েছে সার দেওয়া গাছ। চারপাশে…

% দিন আগে