দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তি খাতে বাংলাদেশ দ্রুত গিয়ে যাচ্ছে, বর্তমানে বাংলাদেশের রাস্তা ঘাটে অসংখ্য বিদ্যুৎ চালিত মোটরের রিকশা দেখা গেলেও আগামী বছর থেকে দেখা যাবে সৌরশক্তি চালিত রিকশা!
বাংলাদেশের দুইজন গবেষক সরকারী অনুদানে উদ্ভাবন করেছেন বিদ্যুৎ সাশ্রয়ী সৌরশক্তি চালিত বিশেষ রিকশা! এসব রিকশা চালাতে প্যাডেল কিংবা বিদ্যুৎ চার্জ প্রয়োজন হবেনা, এটি নিজে থেকেই হুডের উপরে থাকা সৌর প্যানেল থেকে সৌর বিদ্যুৎ তৈরি করবে এবং ব্যাটারিতে তা জমিয়ে ব্যবহার করবে মোটর চালাতে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. এম শামীম কায়ছার ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) প্রভাষক আবু রায়হান মো. সিদ্দিক মিলে তৈরি করেছেন নতুন ধারার এই পরিবেশ বান্ধব রিকশা। এ রিকশা খুব সহজেই চার্জ নিবে এবং এতে সোলার প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে মাত্র দুটি পাত ফলে এটি দেখতেও অনেক হালকা পাতলা গড়নের হবে।
ড. এম শামীম কায়ছার বলেন, “সাধারণত রিকশায় যে পরিমাণ বিদ্যুৎ লাগে দুটি সোলার প্যানেল সরাসরি তা তৈরি করতে পারেনা, ফলে আমরা রিকশাকে হালকা করতে বিশেষ কনভার্টার ব্যবহার করেছি যা ২৪ ভোল্টকে ৪৮ ভোল্টে রূপান্তরিত করে। ছাড়াও এই রিকসাতে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যা রিকশা নিয়ন্ত্রণ করতে অত্যন্ত কার্যকরী, চালক চাইলেও রিকশার গতি অপ্রয়োজনীয় ভাবে বাড়াতে পারবেনা”।
গবেষকরা আরও জানান, বাংলাদেশে গড়ে যে পরিমাণ সৌর তাপ হয় তা দিয়ে খুব সহজেই আমরা বিভিন্ন কাজের জন্য বিদ্যুৎ তৈরি করে নিতে পারি, শীত কাল কিংবা সাধারণ ঋতুতে ও এই সৌর প্যানেল স্বাভাবিক কাজ করতে সক্ষম তবে যদি খুব বেশি দিন মেঘ কিংবা বৃষ্টি হয় তবে জরুরী ভিত্তিতে বিদ্যুৎ দিয়ে চার্জ করানো সম্ভব হবে এই রিকশা।
ঠিক কবে নাগাদ এই নতুন ধরণের বিদ্যুৎ সাশ্রয়ী রিকশা বাজারে আসবে তার বিষয়ে উদ্ভাবকরা জানান, আমরা আগামী বছর এই রিকশা বাজারে আনব। এর মূল্য ৭০ হাজারের কাছাকাছি থাকবে।
This post was last modified on আগস্ট ১, ২০১৪ 4:43 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…
View Comments
ভাবছি এগুলো বাজারে বের হলে কিনবো একটা। ছুটির দিনগুলোতে রিকশা নিয়ে ঘুরতে বের হওয়া যাবে.. :D
oaw very good news,
Maximum a high school science project! Nothing new or innovative here!! Cost is also way too much until you do business. But appreciable attempt by some so called scientist (!) to try to do something different!
Ok thanks them
অভিনন্দন