দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিগত প্রায় ২০ বছর ধরে ল্যাপটপ কম্পিউটার আমাদের প্রযুক্তির সঙ্গী। তবে অনেক সময় ল্যাপটপ নষ্ট হয়ে যায় কিংবা এর কোন না কোন অংশ বাজে ভাবে নষ্ট হয়ে যায়। আজ আপনাদের সামনে অনেকটা কৌতুকীও ভাবেই তুলে ধরবো নষ্ট হয়ে যাওয়া ল্যাপটপ দিয়ে আপনি যা যা করতে পারবেন।
১) যদি আপনার ল্যাপটপের কুলিং ফ্যান নষ্ট হয়ে যায় তবে এটি চালালেই অতিরিক্ত গরম হয়ে যাবে। ল্যাপটপের এই গরম হয়ে যাওয়াতে আপনি ঠিক ভাবে কাজ করতে পারবেন না। এসময় আপনি ল্যাপটপ চালু করে তাতে সকালের ডিম ভাঁজুন!
২) ট্রেন ভ্রমণে যাচ্ছেন! কিন্তু ট্রেন আসার নাম নেই সমস্যা কোথায় ল্যাপটপ পেতে বসে পড়ুন। এতে অন্তত কোমরে ব্যথা হয়ে যাওয়া থেকে বাঁচবেন।
৩) নষ্ট হয়ে যাওয়া ল্যাপটপ দিয়ে খুব সহজেই পিং পং খেলতে পারেন।
৪) বাসায় ময়লা তোলার ট্রে নেই! সমস্যা কোথায়! নষ্ট হয়ে যাওয়া ল্যাপটপ খুব ভালো ময়লা তোলার ট্রে হিসেবে কাজ করবে।
৫) বন্ধুর কুংফু মোকাবেলা করতে হয় নিয়মিত! কোন সমস্যা নেই নষ্ট ল্যাপটপ কাজে লাগান প্রতিরক্ষার ঢাল হিসেবে।
৬) আপনার বাড়ি তুষার প্রবণ এলাকায়! তবে গাড়িতে যদি বরফ কিংবা গাছের শুকনো পাতা এসে জমে ল্যাপটপ দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন।
৭) পোষা প্রাণী আছে? যদি উপরের ছবির মত আপনারও একটি পাখী থাকে তার জন্য প্রযুক্তি পণ্য দিয়ে বানিয়ে ফেলুন ছোট বাসা!
8) ল্যাপটপের ডিসপ্লে ছাড়া কিছুই কাজ করেনা? তবে একে ফেলে না দিয়ে বাড়ির করিডোরে দিক নির্দেশনার কাজে লাগাতে পারেন।
৯) ল্যাপটপের ডিসপ্লে ছাড়া বাকি সব নষ্ট! সমস্যা নেই বানিয়ে ফেলুন টেবিল ল্যাম্প!
১০) ল্যাপটপটি যদি একে বারেই নষ্ট হয়ে যায় তো আর কি করা যাবে এটি দিয়ে? অন্তত একে মাছি মারতে কাজে লাগান।
সূত্রঃ Viralnova
This post was last modified on ফেব্রুয়ারী ৬, ২০১৪ 12:10 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…
View Comments
এতো ভালো সলুশন কয় জন দিতে পারে ।ভাঁইয়া খু-ব খু-ব Thank's
onek moja pailam but kaje lagbe thank
ভালো টিপস্ দিয়েছেন ধন্যবাদ লিখককে.
আনন্দ পেলাম এইরকম আরও লিকুম
khub moja laglo.