Categories: মতামত

সংসদ নির্বাচন বর্জন করলেও উপজেলা নির্বাচনে যাবে বিএনপি!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সংসদ নির্বাচন বর্জন করলেও উপজেলা নির্বাচনে অংশ নিবে বিএনপি। এমন কথা শোনা যাচ্ছে।


জানা যায়, কোনো অবস্থায় ক্ষমতাসীন দলকে ‘খালি মাঠে’ গোল করতে দেবে না তারা। মধ্যবর্তী সংসদ নির্বাচন হবে- এমনটি ভেবেই মাঠ দখলে রাখতে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে ‘ওয়ার্মআপ’ করার নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই দলটি।

নির্বাচন কমিশন শীঘ্রই উপজেলা নির্বাচন করতে যাচ্ছে এমন কথা শোনার পর বিএনপি এখন থেকে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছে। জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্বাচনে সারাদেশের প্রতিটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী দেবে। শিগগির দলের চেয়ারপারসন খালেদা জিয়া দলের বৃহৎ স্বার্থে প্রতিটি উপজেলায় একক প্রার্থী দেওয়ার ব্যাপারে মাঠ পর্যায়ের নেতাদের কাছে নির্দেশনা পাঠাবেন।

বিগত সরকারের আমলে সর্বশেষ ৫ সিটি করপোরেশনের নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও বিপুল বিজয় অর্জনের লক্ষ্যে পরিকল্পিতভাবে ভোটযুদ্ধে লিপ্ত হতে চায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ইতিমধ্যেই প্রাক-প্রস্তুতিমূলক কার্যক্রমও শুরু করেছে তারা।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশ একটি নির্বাচনমুখি দেশ। সেখানে গত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারায় বিএনপি তথা ১৮ দলীয় নেতা-কর্মীদের মধ্যে হতাশা রয়েছে ব্যাপক। তাছাড়া দশম সংসদ নির্বাচন প্রতিহত করতে না পেরে হতাশায় নিমজ্জিত নেতাকর্মীরা ইতিমধ্যেই এ নির্বাচনকে সামনে রেখে নড়েচড়ে বসতে শুরু করেছেন। শীঘ্রই কেন্দ্রীয় নেতারা জেলা সফরে গিয়ে মাঠপর্যায়ের নেতাকর্মীদের আন্দোলনের পাশাপাশি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে আসবেন এমন কথা জানা গেছে। একইসঙ্গে তফসিল ঘোষণার পরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দলীয় অবস্থান পরিষ্কার করবে বিএনপি। অবশ্য এ ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে বর্জনের কথা বলে নেপথ্যে মাঠ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়ার কৌশলও নিতে পারে দলটি।

Related Post

তবে সবকিছু নির্ভর করছে সরকারের আচরণের উপর। বিএনপি’র এক নেতা বলেছেন, সরকার আমাদের সঙ্গে কি ধরনের আচরণ করে সেটির উপর অনেক কিছু নির্ভর করছে। কেন্দ্রীয় নেতাদের জেলে রেখে বিএনপি বর্তমান সরকারের নির্বাচনে অংশ নেবে না বলে মনে করেন ওই নেতা। তাছাড়া উপজেলা নির্বাচনের ব্যাপারে এখনও তফসিল ঘোষণা করা হয়নি। তফসিল ঘোষণার পর বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, শীঘ্রই নির্বাচন কমিশনের বৈঠকে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত হবে। অবশ্য সব উপজেলায় একসঙ্গে নির্বাচন হবে না। সারাদেশের ৪৮৭টি উপজেলার মধ্যে মেয়াদোত্তীর্ণ সর্বোচ্চ একশ’ উপজেলায় একসঙ্গে নির্বাচন হবে। । এর আগে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পরের বছর ২২ জানুয়ারি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমর্থিত নেতারা নির্বাচনে অংশ নিলেও বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সমর্থিতরাই বিজয়ী হন। তবে ব্যতিক্রম ঘটে স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে সিটি করপোরেশন ও পৌরসভায় বিএনপি জোটের প্রার্থীরা বেশি বিজয়ী হন। রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট,গাজীপুর, চট্টগ্রাম ও কুমিল্লা সিটি নির্বাচনেও মেয়র পদে নির্বাচিত হন বিএনপি নেতারা। এর আগে শুধু রংপুর ও নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত নেতারা মেয়র পদে জয়ী হন।

This post was last modified on জানুয়ারী ১৯, ২০১৪ 10:11 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

দীপিকা ছেলের জন্য সুস্থ হয়ে উঠতে চান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…

% দিন আগে

নাখোশ ইউরোপ: যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে খুশি রাশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…

% দিন আগে

কানাডায় বরফের নিচে আয়োজন হলো পার্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…

% দিন আগে

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% দিন আগে

নাসার রোভার মঙ্গল গ্রহে বজ্রপাতের সম্ভাব্য শব্দ ধারণ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…

% দিন আগে