দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুরুষ মানুষরা নারীদের চেয়ে অনেক বেশি আত্মভোলা কিংবা ভুলো মনের হয়ে থাকেন। সম্প্রতি এক গবেষণায় এমনটি উঠে এসেছে।
সাধারণত অনেক নারীই অভিযোগ করে থাকেন আমার স্বামী আমার জন্মদিন, বিয়ের দিন কিংবা সংসারের গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে পারেননা। আসলে বিষয়টি শুধু একজনের ক্ষেত্রে নয় এবার গবেষণার মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে পুরুষমানুষ নারীদের থেকে অনেক বেশি ভুলো মনের হয়ে থাকেন। BMC Psychology তে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যাচ্ছে বেশিরভাগ পুরুষ নারীদের তুলনায় কম স্মরণ শক্তি ধারন করেন। সাধারণ বিষয় সমূহ তারা ভুলে যান।
নরওয়ে ভিত্তিক HUNT3 এর এক জরিপে পুরুষদের মনে রাখার ক্ষমতা শীর্ষক এই গবেষণার ফল উঠে আসে। HUNT3 হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা যেখানে স্বাস্থ্য নিয়ে এক সাথে প্রায় ৪৮,০০০ মানুষের মতামত নেয়া হয়।
Norwegian University of Science and Technology (NTNU) তত্ত্বাবধায়নে পরিচালিত এই গবেষণায় নেতৃত্ব দেন অধ্যক্ষ Jostein Holmen, তিনি এবং তাঁর দল গবেষণায় অংশ নেয়া সকলকে মোট ৯ টি প্রশ্ন করেন যেখানে বেশিরভাগ পুরুষ ভুল উত্তর দেন।
৯ টি প্রশ্নের মাঝে জানতে চাওয়া হয় বিভিন্ন বিষয়ে। যেমন আপনারা কি সাধারণ তারিখ সমূহ ভুলে যান? কিংবা কারোর নাম? এই ভুলে যাওয়ার প্রবণতা ঠিক কোন সময় থেকে বেড়ে যায়? এধরণের প্রশ্ন সমূহের উত্তরে সবচেয়ে বেশি সংখ্যক পুরুষ জানান তারা সময়, নাম, তারিখ ইত্যাদি সাধারণ কিছু বিষয় ভুলে যান।
গবেষক Jostein Holmen বলেন, আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি কেন পুরুষ নারীদের চেয়ে বেশি ভুলো মনের হন। এটা এখনো গবেষকদের কাছে রহস্য মনে হচ্ছে।”
নারীরা ও ভুলো মনের হন তবে পুরুষ থেকে কম। নারীরা সাধারণত ৩০ থেকে ৬০ বছর বয়সের হলেই ভুলে যাওয়া সমস্যায় পড়েন।
গবেষণায় আরও দেখা গেছে যেসব মানুষ উচ্চ শিক্ষিত তারা কম শিক্ষিতদের থেকে একটু কম ভুলে যান। অতএব শিক্ষা ভুলে যাওয়া বিষয়ে একটি ভূমিকা রাখে। আর মানুষের সবচেয়ে বেশি ভুলে যাওয়ার প্রবণতা দেখা যায় বয়স যখন ৬০ থেকে ৭০ এর ঘরে যায়।
Holme বলেন, “ভুলে যাওয়া সমস্যা আমার নিজেরও একটি সমস্যা এতদিন আমি ভাবতাম এটা বুঝি আমার একার সমস্যা এখন দেখছি না এটা আমার মত অনেকের। চিকিৎসা বিজ্ঞান এখনো জানেনা কেন এমন হচ্ছে বা এর সমাধান আসলেই কি। তবে আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি।”
সূত্রঃ Newsmaxhealth
This post was last modified on ফেব্রুয়ারী ৬, ২০১৪ 2:05 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…
View Comments
http://tasktojob.com/index.php?task=107916 pls,click this link & u will get earn money,its 100% real.