দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত ছোট শিশুরা দোলনায় চড়তে ভালোবাসে। তবে এসব দোলনা সারাক্ষণ দোল দিতে হয়, দোলনা যদি বন্ধ হয়ে যায় তবে শিশু কান্না শুরু করে। এই বিষয়টি থেকে পরিত্রাণ দিতে 4moms তৈরি করেছে স্বয়ংক্রিয় বৈদ্যুতিক দোলনা rockaRo!
rockaRo এমন একটি দোলনা যা খুব সহজেই একটি শিশুকে বিনোদন দিতে সক্ষম। এটি বিদ্যুতের সাহায্যে চলে। এতে দোলনের পরিমাণ বাড়ানো বা কমানো যায়। পাঁচ লেভেলের পরিমাপে দোলনার দলোন সর্বচ্চো থেকে সর্বনিন্ম পর্যন্ত আনা যায়।
rockaRo তে কোন ব্যাটারি নেই, এটি একটি নির্দিষ্ট যায়গায় রেখে বিদ্যুৎ সংযোগ দেয়ার মাধ্যমে চালানো যাবে। এর ওজন ১১ পাউন্ড! এতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত উন্নত মানের ইলাস্টিক এবং ফেব্রিক। শিশু যদি ঘুমে থাকে তবে একে বিছানা হিসেবেও ব্যবহার করা যাবে। এটি অত্যন্ত ধীরে ধীরে দুলতে সক্ষম যা আপনার শিশুকে দেবে অসাধারণ অনুভূতি।
চলুন জেনে নেই কি কি আছে rockaRo এঃ
১) এতে পরিবর্তন যোগ্য ঝুলন্ত খেলনা রয়েছে যা আপনি ইচ্ছে মত পরিবর্তন করতে পারবেন কিংবা বাজার থেকে কিনে এনেও লাগাতে পারবেন।
২) এর ওজন অত্যন্ত হালকা তবে এর ভিত্তি খুব মজবুত।
৩) এতে কোন ব্যাটারি নেই।
৪) বিদ্যুতের সাহায্যে চলবে।
৫) সদ্যজাত শিশু থেকে শুরু করে ২৫ পাউন্ড পর্যন্ত শিশু এই দোলনায় চড়তে পারবে।
৬) এতে যে ফেব্রিক ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত উন্নতমানের।
৭) এতে ফাইবার হিসেবে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফাইবার ফলে আপনার শিশু এখানেই সবচেয়ে বেশি নিরাপদ।
৮) এতে রয়েছে এমপি৩ প্লেয়ার ফলে এখানে শিশুর জন্য বিভিন্ন রকম ইন্সট্রমেন্টার বাজানো যাবে!
rockaRo এর দাম ধরা হয়েছে ১২,৪২৭ টাকা। তবে এটি বাংলাদেশে এখনো পাওয়া যাচ্ছেনা। আপনি বিস্তারিত জানতে কিংবা ইন্টারন্যাশনাল অর্ডার দিতে এখানে ক্লিক করুন।
সূত্রঃ দি টেক জার্নাল
This post was last modified on জুলাই ১১, ২০২৪ 2:47 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাঁটা কিংবা দৌড়ানোর জুতো কেমন হওয়া উচিত? সেটি হয়তো অনেকের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফটো ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…