দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দাবাং ছবির জন্য দারুণ জনপ্রিয়তা পাওয়া বলিউড সুন্দরী সোনাক্ষি সিনহা এখন পর্যন্ত বেছে বেছে ছবি করলেও এবার ডেভিড ধাওয়ান ছবিতে সোনাক্ষি সিনহাকে দেখা যাবে অনেকটাই খোলামেলা ভাবে!
লুটেরা, আর রাজকুমার কিংবা রাউডি রাঠোরের মত ছবির নায়িকা বর্তমান বলিউডের ক্রেজ সুন্দরী সোনাক্ষি সিনহা দারুণ জনপ্রিয় অবস্থায় আছেন। এতদিন সোনাক্ষি সিনহা বিভিন্ন ছবিতে খুব একটা খোলামেলা চরিত্রে অভিনয় না করলেও এবার ঘোষণা দিলেন পরিচালক ডেভিড ধাওয়ান ছবিতে তিনি আবেদনময়ী এক চরিত্রে অভিনয় করবেন।
সোনাক্ষি সিনহা বলিউডে পা রাখার পরেই ঘোষণা দিয়েছিলেন তিনি খুব বেছে বেছে ছবি করবেন এবং কোন খোলামেলা ছবিতে কাজ করবেন না। বিভিন্ন ছবিতে অনেক নামি দামী পরিচালকরা অনুরুধ করেও সোনাক্ষি সিনহাকে খোলামেলা চরিত্রে পর্দার সামনে আনতে পারেননি।
খুব দ্রুত সোনাক্ষি সিনহা পরিচালক ডেভিড ধাওয়ান পরিচলনায় একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। যাতে সোনাক্ষি সিনহার বিপরীতে অভিনয় করবেন স্টুডেন্ট অব দ্যা ইয়ার ছবির নায়ক বরুণ ধাওয়ান।
জানা গেছে নতুন তৈরি হতে যাওয়া এই ছবিতে সোনাক্ষি সিনহা রোম্যান্টিক ছরিত্রে অভিনয় করবেন। ছবিতে বরুণ ধাওয়ানের সাথে খুব খোলামেলা ভাবে বেশ কিছু দৃশ্যে দেখা যাবে সোনাক্ষি সিনহাকে। এই মাস থেকেই যেকোনো দিন আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হবে এই ছবির কাজ এমনটাই জানিয়েছেন পরিচালক ডেভিড ধাওয়ান।
সোনাক্ষি সিনহা মিডিয়াকে জানিয়েছেন বরুণ ধাওয়ানের সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই। এছাড়া আমি তাঁর সাথে বেশ কিছু ফটোশুটের অংশ নিয়েছি। বরুণ ধাওয়ান খুব ভালো একজন মানুষ তাঁর সাথে কাজ করাটা আমি উপভোগ করব।
This post was last modified on ফেব্রুয়ারী ৪, ২০১৪ 11:59 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…