দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিভিন্ন সময়ে আফ্রিকার বিভিন্ন অংশে আদিম মানুষের পায়ের ছাপ পাওয়া গেলেও এবার প্রথম আফ্রিকার বাইরে আদিম মানুষের পায়ের ছাপ পাওয়া গেল। ইংল্যান্ডের হ্যাপিসবার্গে পাওয়া এসব পায়ের চিহ্ন ৮ লক্ষ বছর আগের!
ব্রিটিশ যাদুঘরের বিজ্ঞানীদের অনুসন্ধানে ইংলন্ডের নরফোকের কাছে হ্যাপিসবার্গে, নদীর মোহনায় পাওয়া গেছে আদিম মানুষদের এই পায়ের ছাপ। বিশ্লেষকরা বলছেন, এসব পায়ের ছাপ অতি প্রাচীন, প্রায় ৮ লক্ষ বছর পুরোনো। ঠিক এই সময়টায় এখানে প্রাচীন হাতি ম্যামথ, জলহস্তী ও গণ্ডার ঘুরে বেড়াত৷
গবেষকদের খুঁজে পাওয়া পায়ের ছাপ সমূহ বিশ্লেষণ করে দেখা গেছে, এখানে সব মিলিয়ে মোট পাঁচজনের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। এসব পায়ের ছাপের মাঝে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং অন্য ৪ জন শিশু। পায়ের ছাপের থ্রিডি স্ক্যান করার মাধ্যমে জানা গেছে, সবচেয়ে বড় পায়ের ছাপ যে মানুষের তিনি পুরুষ ছিলেন এবং তাঁর পায়ের পরিমাপ বর্তমান ৮ নম্বর জুতার সমান। এছাড়া তিনি লম্বায় ছিলেন প্রায় ৬ ফুট ৭ ইঞ্চি।
এর আগে গবেষকরা হ্যাপিসবার্গের নদী মহনায় বৃষ্টিপাতের ফলে জোয়ারের পানি নেমে গেলে ক্ষয়ে যাওয়া মাটির নিচে থেকে বেশ কিছু পায়ের ছাপ ভেসে উঠেছে দেখতে পান। তাঁরা ধারণা করেন, এসব পায়ের ছাপ অনেক পুরোনো এবং প্রাচীন নিদর্শন হতে পারে। ফলে বিজ্ঞানীরা এসব পায়ের ছাপ অতি বৃষ্টিতে যেন নষ্ট না হয়ে যায় তাই এদের দ্রুত গবেষণা শুরু করেন এবং ছবি এবং ভিডিও ধারন করে রাখতে শুরু করেন।
গবেষণা দলের সাথে থাকা ডঃ নিক অ্যাশটন বলেন,”এসব পায়ের ছাপ অতি প্রাচীন, এগুলো এমন এক সময়ের যখন কেবল আফ্রিকাতেই আদিম মানুষের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। ফলে এসব পায়ের ছাপ পাওয়াতে আমরা এই অঞ্চলের আদিম প্রকৃত অবস্থা এবং মানুষের সভ্যতার বিকাশ সম্পর্কে একটি ধারণা পেতে পারি।
ভিডিও:
সূত্রঃ Theverge, Britishmuseum
This post was last modified on মার্চ ২৫, ২০১৬ 12:39 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…