দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অতি প্রাচীন যুগের বিশাল দেহি প্রাণী ডাইনোসরে বিষয়ে বিজ্ঞানীদের আগ্রহের কমতি নেই। এবার গবেষকরা মোরগের শরীরে কৃত্রিম লেজ লাগিয়ে পরীক্ষা করলেন ডাইনোসররা কিভাবে চলতো!
দুই পায়ের দৈত্য ডাইনোসর সাধারণত হেটে দৌড়ে বিশাল এলাকায় বিচরণ করতো। তবে তাদের দুই পায়ে ভর দিয়ে এই বিশাল শরীর বয়ে বেড়ানো অনেকটাই অবাক করা ঘটনা। এতদিন বিজ্ঞানীরা ভেবেছেন, ডাইনোসরের এই দুই পায়ে দ্রুত গতির দৌর ঝাঁপ দেয়ার পেছনে মূল নিয়ামক হিসেবে কাজ করতো তাদের পেছনে থাকা বিশাল লেজ!
দুই দল গবেষক এক যোগে ডাইনোসরের হাটার বিষয়ে গবেষণা করেন। এরা হচ্ছেন চিলি বিশ্ববিদ্যালয় এবং শিকাগোর Illinois বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তাঁরা ডাইনোসরের হাটার বিষয়ে গবেষণা করে “Walking Like Dinosaurs: Chickens with Artificial Tails Provide Clues about Non-Avian Theropod Locomotion“ নামে একটি পেপার সাবমিট করেন। এখানে তুলে ধরা হয়, ডাইনোসরের মত দেখতে হলেও মোরগ কিভাবে কৃত্রিম লেজ নিয়ে চলা-ফেরা করে তার বিষয়ে বিস্তারিত।
গবেষণায় গবেষকরা মোরগের শরীরে কৃত্রিম লেজ সংযুক্ত করেন এবং ওই সব মোরগকে সধারণ মোরগের সাথেই রাখেন। পরে মোরগ সমূহের মাঝে আচরণগত পরিবর্তন লক্ষ্য করেন। দেখা যায়, কৃত্রিম লেজ নিয়েই ওই সকল মোরগ সাধারণ মোরগের মতই ব্যবহার করছে! এদের হাটার ক্ষেত্রে কিংবা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তেমন কোন পার্থক্য দেখা যায়নি।
এই বিষয়ে গবেষকরা বলেন, “আমরা দেখতে চেয়েছিলাম বাড়তি লেজ নিয়ে মোরগরা আসলে কিভাবে চলে কিংবা তাদের শরীরের ভর কেন্দ্রই বা কিভাবে ঠিক রাখে। তবে অবাক করা কান্ড হচ্ছে বাড়তি লেজ নিয়েই এসব মোরগ কোন আলাদা আচরণ করেনি সাধারণ ভাবে যেভাবে তাদের চলা-ফেরা ছিল ঠিক সেভাবেই সাধারণ মোরগদের সাথে তারাও সময় কাটিয়েছে। এই গবেষণার মাধ্যমে আমরা ডাইনোসরদের বিবর্তন বিষয়ে আরও অনেক ধারণা পাচ্ছি।
গবেষণার ভিডিও
সূত্রঃ দিটেকজার্নাল
This post was last modified on ফেব্রুয়ারী ১১, ২০১৪ 4:15 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মারণব্যধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হিনা খান।…
View Comments
কি আর বলার অনেক সুন্দর মজা পাই.