Categories: বিনোদন

২১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘শুনতে কি পাও’

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মহান একুশে ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ব্যতিক্রমি ছবি ‘শুনতে কি পাও’ ছবিটি। স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে এই ছবি।


sunta-k_p-01sunta-k_p-01

মুক্তি পাওয়ার আগেই ব্যাপক আলোচনায় এসেছে এই ছবিটি। যে কারণে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। এমন এক অবস্থায় আগামী শুক্রবার ২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘শুনতে কি পাও’ ছবিটি। ইতিমধ্যেই এই ছবিটি দেশে মুক্তির আগেই বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসা কুড়িয়েছে।

ইতিমধ্যেই এই ছবিটি প্যারিস, মুম্বাইসহ একাধিক ফেস্টিভ্যালে সম্মাননাও পেয়েছে। কমার্শিয়াল চিন্তা-ধারার ছবির সাথে এই ছবির দ্বন্দ্ব থাকলেও ছবি তার নিজস্ব গতিতেই সম্মান অর্জনেই পথ হেঁটে চলেছে বলে প্রযোজনা সংস্থা জানিয়েছে। আর সে কারণেই মুক্তির আগেই অনেক প্রশংসা কুড়িয়েছে এই ছবিটি।

তবে বাইরের সমালোচকদের দৃষ্টিতে ছবির উৎকর্ষতার পাশাপাশি দেশের সামগ্রিক দর্শকদের কাছে কেমন লাগবে ‘শুনতে কি পাও’ তা দেখানোর জন্যই মহান একুশে ফেব্রুয়ারিতে স্টার সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া হচ্ছে এই ছবিটিকে।

জানা গেছে, একই সাথে ছবিটির সম্মাননা ও এর স্থির চিত্রসহ বিভিন্ন সুভ্যেনিওরও প্রদর্শিত হবে। ছবি প্রসঙ্গে নির্মাতা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি দেশকে তুলে ধরেছি আমার মতো করে। অবশ্য অনেকেই এটাকে বিভিন্ন বিখ্যাত কাজের সাথে তুলনা করছে। তবে আমি বলবো, এই ছবিটি সাধারণ দর্শকদেরও আপ্লুত করবে’ বলে মন্তব্য করেছেন নির্মাতা প্রতিষ্ঠান।

Related Post

ইতিমধ্যেই রাজধানীর অলিতে-গলিতে ব্যাপক পোস্টারিং করা হয়েছে। এই ছবির প্রচারণা দেখে অনেকেই বলেছেন, ছবিটি হাউজ ফুল হবে। ব্যবসা সফল হলে আরও ভালো ছবি করার উৎসাহ পাবেন এমনটাই জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান।

সুন্দরবনের কোল ঘেঁষা ভদ্রা নদীর পাড়ে হারিয়ে যাওয়া জমি উদ্ধারের সংগ্রামে দোদুল্যমান গ্রামের গল্প নিয়ে তৈরি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য ছবি ‘শুনতে কি পাও’। দুই বছর সময় নিয়ে চিত্রায়িত ছবিটির রচনা, পরিচালনা ও চিত্রগ্রহণ করেছেন, কামার আহমেদ সাইমন এবং প্রযোজনা করেছেন সারা আফরীন।

This post was last modified on ফেব্রুয়ারী ১৭, ২০১৪ 9:23 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ক্যান্সারের নেপথ্যে কী খাবারের বড় ভূমিকা রয়েছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিত্সকরা জানিয়েছেন, নিয়মিতভাবে বাইরের তেল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসের কারণে বেড়ে…

% দিন আগে

বছরের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি…

% দিন আগে

৬ কিংবা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ডোনাল্ড ট্রাম্প!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার এবং পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিতে…

% দিন আগে

ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে স্ট্রিমিং হচ্ছে ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে খ্যাতিমান চলচ্চিত্রগুলো। শুধু তাই…

% দিন আগে

কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ২৬

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী…

% দিন আগে

বৃদ্ধের ব্যাগ লক্ষ করেই আঁতকে উঠলেন বিমানসেবিকা! কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিমানটি ওড়ার পূর্বেই এক…

% দিন আগে