দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুক চাইছে সারাবিশ্বের আরো বিপুল সংখ্যক মানুষ ইন্টারনেট সুবিধার আওতায় আসুক। আর সেকারণেই ফেসবুক ৬’শ কোটি মার্কিন ডলারে ১১ হাজার ড্রোন কিনতে যাচ্ছে। এসব ড্রোন দিয়ে পৃথিবীর দরিদ্র দেশ সমূহে ফ্রি ইন্টারনেট সুবিধা দেয়া হবে।
বর্তমান বিশ্বে ২৭০ কোটি (২.৭ বিলিয়ন) মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের পরিকল্পনা হচ্ছে সারা বিশ্বের এখনও বিপুল সংখ্যক মানুষ ইন্টারনেট প্রযুক্তির বাইরে রয়ে গেছে, তাদের ইন্টারনেটের আওতায় নিয়ে আসা। এসব মানুষকে কিভাবে খুব সহজে ইন্টারনেট সুবিধার আওতায় আনা যায় সেই বিষয়ে মার্ক জাকারবার্গের internet.org নামক দাতব্য প্রতিষ্ঠান কাজ করছে।
ফেসবুক কর্তৃপক্ষ ইতমদ্ধে ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান টিটান অ্যারোস্পেসকে কিনে নিতে আগ্রহী হয়েছে। ফেসবুক এবং টিটানের মাঝে দর কষাকষিও হয়েছে। প্রযুক্তি সংবাদ মাধ্যম TechCrunch জানিয়েছে ফেসবুক, টিটানকে কিনে নিতে প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার প্রস্তাব করেছে।
এদিকে টিটান এবং ফেসবুকের পক্ষ থেকে ড্রোন কেনা কিংবা টিটানকে কেনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। তবে অনেকেই বলছে ফেসবুক টিটানকে না কিনে টিটান থেকে প্রায় ১১ হাজার ড্রোন কিনে নিচ্ছে যেগুলোর তত্ত্বাবধায়ন করবে টিটান নিজেই।
বিশ্লেষকরা বলছেন ফেসবুকের নেয়া পরিকল্পনায়, দরিদ্র দেশ সমূহের জনগণদের জন্য বিশেষ ইন্টারনেট সুবিধা দিতে ভুমি থেকে প্রায় ৬৫ হাজার ফুট উপর দিয়ে উড়বে ফেসবুকের ড্রোন। সাধারণত এই উচ্চতায় সেটেলাইট অবস্থান করে। ইন্টারনেট সরবরাহে ড্রোনের এ ব্যবহারকে বলা হচ্ছে অ্যাটমোসফেরিক পার্কিং (Atmospheric Parking)। এ পদ্ধতিতে সোলারা-৫০ ও সোলারা-৬০ মডেলের এ ড্রোনগুলো ১০০ কেজি পর্যন্ত যন্ত্রপাতি বহন করতে পারবে। সব গুলো ড্রোন সৌরশক্তি চালিত।
ভিডিও
এর আগে গুগল লুন (loon) নামের এক প্রকল্পের আওতায় বায়ুমন্ডলের স্ট্রাটোসফেয়ার স্তরে ৩০টি বেলুন স্থাপনের উদ্যোগ নেয় যেগুলো প্রতিটির ১০০ দিন করে মেয়াদ থাকে। তবে ফেসবুকের এসব ড্রোন এক টানা একটি দেশেই প্রায় ৫ বছরের অধিক সময় ইন্টারনেট সুবিধা দিয়ে যেতে সক্ষম হবে। প্রাথমিক ভাবে আফ্রিকার বিভিন্ন দেশে এই ফ্রি ইন্টারনেট সুবিধা দেয়া হবে। পরবর্তীতে এশিয়া সহ অন্যান্য অঞ্চলে এই ড্রোন আসবে।
তথ্যসুত্রঃ Businessinsider
This post was last modified on মার্চ ৬, ২০১৪ 1:38 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…