দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আলোচিত মালয়েশীয় বিমানের নিখোঁজ ১৯ যাত্রীর সেল ফোন সচল রয়েছে বলে দাবি করা হয়েছে। মিররসহ বেশ কয়েকটি সংবাদ সংস্থা এমন খবর দিয়েছে।
খবরে দাবি করা হয়, ২৩৯ আরোহীসহ নিখোঁজ মালয়েশীয় বিমানের কয়েকজন আরোহীর সেলফানে কল করেছেন তাদের আত্মীয়-স্বজন। তাদের কলে অপরপ্রান্তে সেলফোন বেজে উঠেছে বলে দাবি করেছেন আত্মীয় স্বজনরা।
দ্য মিরর বলেছে, বিমানে ভ্রমণকারী এক চীনা নাগরিকের বোন কল করেছেন তার নিখোঁজ ভাইয়ের সেলফোনে কল করে সেলফোন সচল পেয়েছেন। তার কল করার এই দৃশ্য রাষ্ট্রীয় টেলিভিশনেও দেখানো হয়েছে বলে জানিয়েছে মিরর ।
বিয়ান লিয়াংওয়েই সংবাদ সংস্থাকে বলেন, ‘সকাল প্রায় ১৪.৪০ মিনিটে আমি আমার ভাইয়ের নম্বরে দুই বার কল করেছি। তখন ফোনে রিং হচ্ছিল। দুপুর ২টার দিকে তিনি আবারও কল করেন, তখনও মোবাইল ফোন বেজে ওঠার শব্দ শুনতে পেয়েছেন বলে তিনি দাবি করেন।
চীনা সংবাদ মাধ্যমগুলোও এমন খবর দিয়ে বলেছে, অনেক পরিবার তাদের নিখোঁজ হওয়া আপনজনের সেলফোনে কল করে রিং হওয়ার শব্দ শুনতে পেয়েছেন। তারা বলেলেছে, কিছুক্ষণ রিং হওয়ার পর আপনা আপনি কলটি কেটে যায়।
চীনের অপর এক পত্রিকা সাংহাই ডেইলি জানিয়েছে, বেইজিং থেকে এক ব্যক্তি নিখোঁজ বিমানে থাকা তার ভাইয়ের সেলফোনে কল করেছেন। ৩ বার কল করে রিং বেজে উঠার শব্দ শুনতে পেয়েছেন বলে দাবি করেন। শুধু তাই নয় এমন দাবি করেছেন অন্তত ১৯ পরিবার।
উল্লেখ্য, ৭ মার্চ দিবাগত রাতে ২৩৯ আরোহীসহ মালয়েশিয়া এয়ারলাইন্সের ২২৭ যাত্রী ও ১২ ক্রু‘বাহী বোয়িং ৭৭৭-২০০ সিরিজের বিমানটি স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর ছেড়ে যায়। এর দুই ঘণ্টা পর ভিয়েতনামের আকাশসীমায় নিখোঁজ হয় বিমানটি। ওই বিমানটি সকাল ৬টা ৩০ মিনিটে চীনের রাজধানীতে পৌঁছানোর কথা ছিলো। কুয়ালালামপুর থেকে বেইজিংগামী বিমানটিতে ১৪টি দেশের নাগরিক ছিলেন।
This post was last modified on মার্চ ১২, ২০১৪ 11:03 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন এক ব্যক্তি। ১৫…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…