দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণ ভারত মহাসাগরে মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ অনুসন্ধানের বিষয়ে নতুন ও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন স্যাটেলাইটে দেখতে পাওয়া বস্তু সমূহ নিখোঁজ মালয়েশিয়ান বিমানের হতে পারে।
হস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেয়া এক ভাসনে সে দেশের রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, ‘স্যাটেলাইটে আমরা দক্ষিণ ভারত মহাসাগরে কিছু বস্তু ভাসতে দেখেছি, আমরা ধারণা করছি এসব বস্তু সম্ভাব্য নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ধ্বংসাবশেষ হতে পারে।’
এদিকে অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, “স্যাটেলাইটে দেখতে পাওয়া বস্তু দুটি নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ বলে মনে করছেন তারা। এসব বস্তুর একটির আকৃতি ২৪ মিটার। ইতোমধ্যে বস্তু দুটি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে এমএমএসএ, তারা এই বস্তু দুটির বিষয়ে বিস্তারিত জানতে এদের অবস্থান পরিষ্কার ভাবে চিহ্নিত করেছেন”।
মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ার দেয়া নতুন এই তথ্য বিমান অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে। এর আগে মালয়েশিয়ার আহ্বানে দক্ষিণ ভারত মহাসাগরে বিমান অনুসন্ধানে নামে অস্ট্রেলিয়া।
ইতোমধ্যে অস্ট্রেলিয়ার উপকূল থেকে প্রায় এক হাজার ৫৫৩ মাইল দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ ভারত মহাসাগরে ওই বস্তু দুটির অবস্থান বলে নিশ্চিত হওয়া গেছে। তবে উক্ত স্থানে পানির গভীরতা কয়েক হাজার মিটার হয়ায় এবং সাগরের গভিরে হওয়ায় উদ্ধার অভিজান অনেকটাই কঠিন বলে মনে করা হচ্ছে।
সূত্রে জানা গেছে বস্তু দুটি অনুসন্ধানে সংশ্লিষ্ট এলাকায় অস্ট্রেলিয়ার দুটি এবং যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের দুটি বিমান সহ মোট চারটি বিমান পাঠানো হয়েছে। এসব বিমানের মাঝে অস্ট্রেলিয়ার একটি ওরিয়ন বিমান ইতিমধ্যে ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে। খুব শীগ্রই অস্ট্রেলিয়ার পক্ষথেকে আন্তর্জাতিক মিডিয়াকে অনুসন্ধানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সে দেশের কর্তৃপক্ষ।
সূত্রঃ এনবিসিনিউজ, বিজনেসইন্সাইডার, বিবিসি
This post was last modified on মার্চ ২১, ২০১৪ 12:17 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১…