ভারত মহাসাগরে মালয়েশিয়ান বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষের সন্ধান

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দক্ষিণ ভারত মহাসাগরে মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ অনুসন্ধানের বিষয়ে নতুন ও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন স্যাটেলাইটে দেখতে পাওয়া বস্তু সমূহ নিখোঁজ মালয়েশিয়ান বিমানের হতে পারে।


হস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেয়া এক ভাসনে সে দেশের রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, ‘স্যাটেলাইটে আমরা দক্ষিণ ভারত মহাসাগরে কিছু বস্তু ভাসতে দেখেছি, আমরা ধারণা করছি এসব বস্তু সম্ভাব্য নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ধ্বংসাবশেষ হতে পারে।’

এদিকে অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, “স্যাটেলাইটে দেখতে পাওয়া বস্তু দুটি নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ বলে মনে করছেন তারা। এসব বস্তুর একটির আকৃতি ২৪ মিটার। ইতোমধ্যে বস্তু দুটি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে এমএমএসএ, তারা এই বস্তু দুটির বিষয়ে বিস্তারিত জানতে এদের অবস্থান পরিষ্কার ভাবে চিহ্নিত করেছেন”।

Related Post

মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ার দেয়া নতুন এই তথ্য বিমান অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে। এর আগে মালয়েশিয়ার আহ্বানে দক্ষিণ ভারত মহাসাগরে বিমান অনুসন্ধানে নামে অস্ট্রেলিয়া।

ইতোমধ্যে অস্ট্রেলিয়ার উপকূল থেকে প্রায় এক হাজার ৫৫৩ মাইল দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ ভারত মহাসাগরে ওই বস্তু দুটির অবস্থান বলে নিশ্চিত হওয়া গেছে। তবে উক্ত স্থানে পানির গভীরতা কয়েক হাজার মিটার হয়ায় এবং সাগরের গভিরে হওয়ায় উদ্ধার অভিজান অনেকটাই কঠিন বলে মনে করা হচ্ছে।

সূত্রে জানা গেছে বস্তু দুটি অনুসন্ধানে সংশ্লিষ্ট এলাকায় অস্ট্রেলিয়ার দুটি এবং যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের দুটি বিমান সহ মোট চারটি বিমান পাঠানো হয়েছে। এসব বিমানের মাঝে অস্ট্রেলিয়ার একটি ওরিয়ন বিমান ইতিমধ্যে ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে। খুব শীগ্রই অস্ট্রেলিয়ার পক্ষথেকে আন্তর্জাতিক মিডিয়াকে অনুসন্ধানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সে দেশের কর্তৃপক্ষ।

সূত্রঃ এনবিসিনিউজ, বিজনেসইন্সাইডার, বিবিসি

This post was last modified on মার্চ ২১, ২০১৪ 12:17 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ঘড়ির কাঁটা ধরে খাবার খাওয়াটা জরুরি: কোন খাবার কখন খেলে পাবেন সুফল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘড়ির কাঁটা ধরে খাওয়ার বিষয়টি সম্পর্কে পুষ্টিবিদরা জানিয়েছেন, শুধু ডায়েট…

% দিন আগে

এবার চীনও ইলন মাস্কের স্টারলিংকের আদলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পুরো বিশ্বই প্রযুক্তির উৎকর্ষে আবর্তিত হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট…

% দিন আগে

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% দিন আগে

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% দিন আগে

ট্রেনের দরজায় ঝুলে কেরামতি: রিল বানাতে গিয়ে লোহার স্তম্ভে বাড়ি খেলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের…

% দিন আগে

এই খাড়া পাহাড়গুলো দেখতে কেমন লাগছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ আশ্বিন ১৪৩১…

% দিন আগে