টি২০ বিশ্বকাপ: বাংলাদেশের সাথে ৭৩ রানের বিশাল জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সুপার টেনের খেলা শুরু হয়েছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। টসে জিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে।


খেলা শুরু হয়েছে সাড়ে ৭টায়। স্টেডিয়াম একেবারে কানায় কানায় পূর্ণ। বাংলাদেশের দর্শকদের একটাই চাওয়া আর তা হলো বাংলাদেশের জয়।

বাংলাদেশ দলঃ ১) তামিম ইকবাল, ২) এনামুল হক, ৩) মমিনুল হক, ৪) সাকিব আল হাসান, ৫) মুসফিকুর রহিম, ৬) সাব্বির রাহমান, ৭) মাহাম্মুদুল্লাহ, ৮) জিয়াউর রহমান, ৯) মাশরাফি বিন মুরতুজা, ১০) আল আমিন, ১১) সোহাগ গাজী

ওয়েস্ট ইন্ডিজঃ ১) দেওয়ান স্মিথ, ২) ক্রিস গেইল, ৩) মারলন সেমুয়েলস, ৪) লেন্ড সিমন্স, ৫) দেওয়ান ব্রাভো, ৬) ডেরেন স্মিথ, ৭) ডেরেন সামি, ৮) আন্দ্রে রাসেল, ৯) দীনেশ রামদীন, ১০) সুনীল নেরেন, ১১) সেমুয়েল বাদ্রি,

টসে হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দারুণ সূচনা করে গেইল এবং স্মিথের ব্যাটে ভর করে, স্মিথ নিজের ব্যক্তিগত অর্ধ শতক তুলে নেন মাত্র ৩০ বল খেলেই। তবে স্মিথের ব্যাট থামায় আল আমিন, স্মিথ আউট হয়ে যান নিজের ৪৩ বলে ৭২ রান করে। স্মিথ আউট হয়ে যাওয়ার পরেই সাকিব আল হাসানের বলে সিমন্সও স্ট্যাম্পিং এর স্বীকার হয়ে আউট হয়ে যান। তবে সেমুয়েলস মাঠে এসেই গেইলের সাথে ধীরে ধীরে ৫০ রানের জুটি গড়ে তুলেন। যা ওয়েস্ট ইন্ডিজকে ১৫০ রানের কোটা পার করে দেয়।

Related Post

ক্রিজ গেইল করেন ৪৮ বলে ৪৮ রান, ক্রিস গেইলকে সাঁজ ঘরে ফেরান জিয়াউর রহমান। এছাড়া সেমুয়েলস করেন ১৮ রান এবং অধিনায়ক ডেরেন সামি করেন ১৪ রান। বাংলাদেশের আল আমিন নেন ৩ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সামনে ২০ ওভারে ১৭২ রানের বিশাল টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুতেই উইকেট পতন ঘটে। তামিম ৫রান করেই ব্রাভোর বলে আউট হয়ে যান, এর পর পরেই মমিনুল, সাকিব একই পথ ধরেন। মমিনুল আউট হন ১৬ রান করে সাকিব শূন্য করেন।

মুসফিক কিছুটা সময় হাল ধরার চেষ্টা করলে শেষ রক্ষা হয়নি। মুসফিক, সাব্বির এবং মাহমুদুল্লাহ পর পর আউট হয়ে গেলে বাংলাদেশের দ্রুত ৬ উইকেট পড়ে যায়। এর পর বাংলাদেশের টেল-এন্ডাররা দাড়াতে না পারলে বাংলাদেশ ৯৮ রানেই অল আউট হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের বোলার বাদ্রি নেন ৪ উইকেট এবং সান্তকি নেন ৩ উইকেট। ৫ বল বাকি থাকতেই ৭৩ রানের বিশাল জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

লাইভ আপডেট


This post was last modified on এপ্রিল ৬, ২০১৪ 11:01 পূর্বাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি হরিণ: আপনি কী খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই জঙ্গলের মধ্যে নদী রয়েছে। রয়েছে সার দেওয়া গাছ। চারপাশে…

% দিন আগে

পাহাড়-পর্বতের এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৪ মে ২০২৪ খৃস্টাব্দ, ৩১ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

সন্তানের শরীরচর্চা নিয়ে চিন্তিত না হয়ে জিম, যোগাসন ও আর যা শেখানো যেতে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পড়াশোনার জন্য দিনের বেশির ভাগ সময় কম্পিউটারে চোখ রাখতে…

% দিন আগে

ডিবিএইচের ময়মনসিংহ শাখা উদ্বোধন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি…

% দিন আগে

পাবলিক প্রকিউরমেন্টে সমান সুযোগের জন্য অন্যায্য ধারাগুলো সরান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রবিবার (১২ মে) সেমিনারে বক্তারা বলেন, সরকারকে পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায়…

% দিন আগে

তাহসান দীর্ঘ ৮ বছর পর আবারও নতুন করে গাইলেন ‘কে তুমি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৮ বছর পূর্বে ‘কে তুমি’ শিরোনামে একটি গান গেয়েছিলেন জনপ্রিয়…

% দিন আগে