দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মালয়েশীয়ান বিমান রহস্যের জট এখনও খোলেনি। বিমানটি নিখোঁজ হওয়ার আগে শেষ যে শব্দটি ব্যবহার করা হয়েছিল তা শুধু গুড নাইট নয়, বলা হয়েছিল ‘গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো’!
নতুন করে মালয়েশীয় কর্তৃপক্ষের ভাষা পরিবর্তন নিয়েও চলছে নানা জল্পনা। ককপিট থেকে সর্বশেষ যে বার্তাটি সেদিন দেওয়া হয়েছিল তা কেনোই বা হুবহু প্রচার করা হয়নি এ প্রশ্ন এখন সবার মনে। যে শব্দগুলো সর্বশেষ উচ্চারণ করা হয়েছিল সেগুলো কেনো কাটছাট করা হয়েছিল সে প্রশ্ন সকলের মনেই।
২৩৯ আরোহীসহ নিখোঁজ মালয়েশীয় বিমানের ককপিট থেকে সর্বশেষ যে কথাগুলো উচ্চারণ করা হয়েছিল, সেগুলোর পুরোটাই পরিবর্তন করেছে মালয়েশীয় কর্তৃপক্ষ। কথাগুলো ছিল এমন, ‘অল রাইট- গুড নাইট’ অর্থাৎ ‘সব ঠিক আছে- শুভরাত্রী’। এটি পরিবর্তন করে এখন বলা হচ্ছে, বরং সেদিন বলেছিল- ‘গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো’ অর্থাৎ ‘শুভরাত্রী মালয়েশীয়ান থ্রি সেভেন জিরো’ এই শব্দগুলো সর্বশেষ উচ্চারণ করা হয়েছিল বিমানটির ককপিট থেকেই।
মালয়েশীয় পরিবহন মন্ত্রণালয় বলছে, পাইলট নাকি সহ-পাইলট এ শব্দগুলো আসলে কে উচ্চারণ করেছিলেন, তা নিশ্চিত হওয়ার জন্য ল্যাবরেটরিতে ফরেনসিক তদন্তের পর জানা যাবে। বিমান বন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারের সর্বশেষ যোগাযোগ হয়েছিল স্থানীয় সময় রাত ১টা ১৯ মিনিটে ।
বিমানের পাইলট বা সহ-পাইলট যেই কথা বলে থাকুক না কেনো, শেষ কথার নতুন যে ভার্সনটিে এসেছে, তা আগের ভার্সনটির চেয়ে অনেক বেশি যৌক্তিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এভাবেই সাধারণত কোনো পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।
তবে বিশেসজ্ঞরা বলছেন, একটি বিষয় এখনও স্পষ্ট নয়। আর তা হলো, মালয়েশীয় কর্তৃপক্ষ কেনো আগের ভার্সনটি পরিবর্তন করলেন। আর এটি আবিষ্কার করতে কেনইবা কর্তৃপক্ষের এতোটা সময় লাগলো?
উল্লেখ্য, ৮ মার্চ মালয়েশীয়ার কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার উদ্দেশ্যে ২৩৯ আরোহীসহ রহস্যজনকভাবে নিখোঁজ হয় বোয়িং-৭৭৭ বিমান। স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে এমএইচ৩৭০ বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানানো হলেও এখন পর্যন্ত উদ্ধার তৎপরতায় কোনো আশাব্যঞ্জক তথ্য পাওয়া যায়নি।
This post was last modified on এপ্রিল ২, ২০১৪ 11:33 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…