রাজপ্রাসাদে আটক সৌদি রাজার দুই রাজকন্যা নিজেদের বন্দিত্বের বর্ণনা দিলেন যেভাবে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সৌদি আরবের ৪ রাজকন্যা আদতে সৌদি রাজপ্রাসাদে বন্দি আছেন বেশ কয়েক বছর। এবার তাদের মাঝে দুই রাজকন্যা নিজেদের বন্দি দশার কথা মিডিয়াকে জানালেন বিস্তারিত।


সৌদি বাদশা আব্দুল্লাহর চার মেয়েকে প্রাসাদে বন্দি করে রাখা নিয়ে সারাবিশ্বে চলছে নানান আলোচনা। চার রাজকন্যার মা সৌদি রাজার সাবেক স্ত্রী আলানুদ আল-ফায়েজ মেয়েদের বন্দিকরে রাখা নিয়ে বিশ্ব দরবারে সাহায্য চেয়ে আসছেন বেশ কিছুদিন। এবার চার মেয়ের মাঝে দুই রাজকন্যা প্রিন্সেস সাহার ও প্রিন্সেস জাওয়াহের গোপনে ব্রিটিস এক মিডিয়াকে প্রথমবারের মতো তাদের ১৩ বছরের বন্দিদশার বর্ণনা দিয়েছেন।

প্রিন্সেস সাহার ও প্রিন্সেস জাওয়াহের মিডিয়াতে বলেন, “আমার বাবা আমাদের চার দেয়ালের মাঝেই বন্ধিকরে রেখেছে, আমরা অনেক দিন আলো দেখতে পাইনা। আমাদের বিভিন্ন প্রহরীদিয়ে পাহারা দেয়া হয় ২৪ ঘন্টা। বহির্জগতের সঙ্গে আমাদের সম্পর্ক ‘ছিন্ন করে’ ‘একঘরে’ এবং ‘একাকী’ অবস্থায় রাখা হয়েছে।”

প্রিন্সেস জাওয়াহের বলেন, “আমরা আমাদের এই বন্দি অবস্থাকে পন বন্দি বলেই মনে করছি, আমাদের কোন সুযোগ সুবিধা দেয়া হয়না। আমার বাবা আমাদের অপর দুই বোনকে আরেক প্রাসাদে আটক রেখেছেন। তাদের অবস্থা আরও করুণ।”

প্রিন্সেস সাহার বলেন, “আমরা রাজকন্যা অথচ আমাদের রাখা হয়েছে মানবেতর এক অবস্থায়, আমাদের বাবা রাজা হয়ে নিজের কন্যাদের সাথে এমন ব্যবহার করছেন! আমরা ভাবছি সৌদি জনগণের কথা, বাবা তো সৌদি জনগণকে আরও বেশি পরাধীন করে রেখেছেন। যে রাজা নিজের সন্তানদের সাথে এমন ব্যবহার করতে পারেন সেই রাজার অধীনে প্রজারা কখনোই নিরাপদ নয়।”

Related Post

সৌদি আরবের বর্তমান সময়ের বাদশার প্রিয় তিন রাজকন্যা গ্যালারিতে।

বাদশা আব্দুল্লাহর প্রিয় রাজকন্যা আমেরাহ।
রাজকন্যা সারাহ।
রাজকন্যা আমিরাহ।
রাজকন্যা ফাতিমা কুলসুম।

এদিকে সৌদি রাজার সাবেক স্ত্রী আলানুদ আল-ফায়েজ মেয়েদের বন্দিকরে রাখা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানান আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি ২০০৩ সালেই সৌদি রাজা আবদুল্লাহকে তালাক দেন। তখন থেকে তিনি লন্ডনে অবস্থান করে আসছেন। সম্প্রতি তিনি তার ৪ কন্যাকে মুক্ত করতে বারাক ওবামা সহ জাতিসংঘের সাহায্য চেয়েছেন।

উল্লেখ্য, সৌদি বাদশাহ আব্দুল্লা এখন পর্যন্ত ৩০টি বিয়ে করেছেন যার মাঝে বেশ কয়েকজন স্ত্রীকে তিনি সন্তান জন্ম দেয়ার পরেই তালাক দিয়ে দেন। এর আগে এক মিডিয়ার সাহায্যে গোপন বার্তায় মুক্তির আকুতি জানিয়েছিলেন সৌদি আরবের বন্দী রাজকন্যারা!

সূত্রঃ ইন্টারনেশ্যানাল বিজনেস টাইমস

This post was last modified on মে ৬, ২০১৪ 11:22 পূর্বাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে

ইত্যাদির গানে দুনিয়া মাত করলেন অভিনেত্রী ফারিণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক ঘটে…

% দিন আগে

ফিলিস্তিনের অবৈধ দখল ছাড়তে হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে, ইসরাইলকে ফিলিস্তিনের…

% দিন আগে

ছবিতে রয়েছে একটি ব্রাশ: খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মূলত এই ছবিটি একটি হাতে আঁকা কার্টুন। তবে গল্পটি বহুপুরনো…

% দিন আগে