দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলা চলচ্চিত্রের সেই দিন এখন নেই। রাজ্জাক-শাবানা, সোহেল রানা-ববিতা জুটি এখন নেই। এর পরের জুটিগুলো যেমন মৌসুমী-সালমান শাহর মতো জুটিগুলোও এখন বিলিন হতে বসেছে। সম্প্রতি চিত্র নায়িকা মৌসুমী আবার অভিনয়ের দিকে ঝুঁকেছেন। তিনি আবার আগের মতো জ্বলে উঠেছেন।
পুরোনো নায়ক-নায়িকাদের কথা বাদই দিলাম পরের প্রজন্ম যেমন চিত্রনায়িকা শাবনূর, পপি, পূর্ণিমা, সাহারা, অপু বিশ্বাস কিংবা রুমানার ক্যারিয়ার যখন অস্তগামী; ঠিক সেই সময় নতুন করে জ্বলে উঠেছেন চিত্রনায়িকা মৌসুমী। বর্তমানে তার হাতে রয়েছে অন্তত ১০টি ছবি। এ বছরই মুক্তি পাবে মৌসুমীর ৪টি। বর্তমানে মৌসুমী কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত। আরও ৩টি ছবির শুটিং শুরু করবেন মৌসুমী।
মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। ছবিটির সেন্সর ছাড়পত্রও পেয়েছে। ছবিটি ২৩ মে মুক্তি পাওয়ার কথা। অপরদিকে নবীন পরিচালক শিমুলের ‘লিডার’ ছবির শুটিং চলছে। খুব শিগগিরই ছবির যাবতীয় কাজ শেষ হয়ে যাবে। এরপর মৌসুমী সোহানুর রহমান সোহানের ‘ভালোলাগার চেয়েও একটু বেশি’, মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ এবং বেলাল আহমেদের ‘ভালোবাসবই তো’ ছবির শুটিং শুরু করবেন। মুক্তি প্রতীক্ষায় রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘এক কাপ চা্থ, উত্তম আকাশের ‘মায়ের মতো ভাবী্’, এফ আই মানিকের ‘সৌভাগ্য’ সহ বেশ ক’টি ছবি।
মাঝে ঝিমিয়ে পড়লেও চিত্রনায়িকা মৌসুমী আবার জ্বলে উঠেছেন ঠিক এভাবেই। তাঁর অভিনিত আরও বেশ কিছু ভালো ছবি দর্শকরা দেখতে পাবেন এমনটায় আশা করা হচ্ছে। এখন শুধুই অপেক্ষা।
This post was last modified on মে ২০, ২০১৪ 3:14 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) পবিত্র ঈদ-উল- ফিতর। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৩১ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৭ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমের এই সময় সজনে ডাঁটা পাওয়া যায় বাজারে। কচি-সবুজ ডাঁটাগুলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে এনটিভি প্রতি বছরের মতো এবারও ৭ দিনব্যাপী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের আকাশে আজ (রবিবার) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বরাবরই কাজ করেন বেছে বেছে। বিশেষ করে…