দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নান্দনিক হাতিরঝিলের রাস্তা, হ্রদ ইত্যাদির ব্যবহারকরে তৈরি করা হয়েছে হাতিরঝিল নিয়ে দেশের প্রথম হাইডেফিনেশান ভিডিও গেম ‘হাতিরঝিল ড্রিম বিগিনস’।
‘হাতিরঝিল ড্রিম বিগিনস’ নামের এই গেমটি তৈরি করেছে ম্যাসিভ স্টার স্টুডিও। গেমটিতে আপনি কার রেস, অটোরিক্সা রেস, স্পিড বোট রেস, কার পারকিং গেম, হেলিকপ্টার গেমস, ইত্যাদি বেশ কিছু মুডে খেলতে পারবেন। আপনি যদি খেলতে না চান তবে বাসে করে সম্পূর্ণ হাতিরঝিল এলাকা ঘুরে দেখতে পারবেন।
ম্যাসিভ স্টার স্টুডিও আজ থেকে ৬ মাস আগে গঠিত হয়েছে, এই গেম ডেভেলপার দলে রয়েছে মোট ২১ জন সদস্য। দলের সদস্যদের মাঝে প্রোগ্রামার থেকে শুরু করে নকশাকার, গ্রাফিকস ও অ্যানিমেশন নির্মাতা,শব্দ প্রকৌশলীরা রয়েছেন। দলটি ৪টি আলাদা গ্রুপে ভাগ হয়ে গেমটির আলাদা আলাদা অংশ নিয়ে কাজ করেছেন।
ম্যাসিভ স্টার স্টুডিও এর প্রধান নির্বাহী মাহবুবুল আলম মিডিয়াকে জানান, “আমরা দল গঠনের পর থেকেই বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে একটি গেম তৈরির পরিকল্পনা করে আসছিলাম। হাতিরঝিল আমাদের দৃষ্টিতে অসাধারণ একটি প্রেক্ষাপট। আমরা ৬ মাস আগে থেকেই হাতিরঝিল নিয়ে কাজ করার পরিকল্পনা করছিলাম। অবশেষে আমাদের পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম শেষে আমরা গেমটি রিলিজ করতে সক্ষম হয়েছি। ইতোমধ্যে ঢাকার কম্পিউটার বাজারে এই গেম পাওয়া যাচ্ছে। আগ্রহীরা গেমসটি খেলতে চাইলে ১৫০ টাকা দিয়ে কিনে নিতে পারবেন।”
ম্যাসিভ স্টার স্টুডিও এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই গেমসের এন্ড্রয়েড ভার্সনও কিছুদিনের মাঝে তৈরি করবেন। এতে করে স্মার্টফোন ব্যবহারকারীরা গেমসটি ফোনেই উপভোগ করতে পারবেন। বর্তমানে কম্পিউটার ভার্সনে গেমটিতে রয়েছে ৩১ টি লেভেল। শুরু থেকে প্রত্যেকটা লেভেল আপনাকে পার করে-করেই এগোতে হবে সামনের দিকে। আপনি যদি গেম খেলতে না চান, তবে এমনিতেই বাস কিংবা অন্যান্য গাড়ি নিয়ে হাতিরঝিল ঘুরে দেখতে পারবেন।
ভিডিও তে দেখুন হাতিরঝিল ড্রিম বিগিনস
সূত্রঃ Massivestarstudio
This post was last modified on মে ৬, ২০১৪ 11:22 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া কাহিনী স্টুডিও কোন রেগুলার প্রডাকশন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাজীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করলো সৌদি আরব। এবার দেশটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভুল করে বিড়ালটির গায়ের উপর পা তুলে দেয় এক তরুণ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১১ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কথা মনের মধ্যে চেপে না রেখে, তা খোলাখুলিভাবে বলে দিলেও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা করলো স্যামসাং। দুর্দান্ত এই…