নবী করিম (সা:) ব্যঙ্গ করে বিতর্কিত চলচ্চিত্র নির্মাণ ॥ বাংলাদেশ ও পাকিস্তানে ইউটিউব বন্ধ

ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বাংলাদেশে এবং পাকিস্তানে তাদের ইন্টারনেট ব্যবস্থা থেকে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব বন্ধ করে দিয়েছে। নবী করিম হযরত মুহাম্মদ (সা:) কে ব্যঙ্গ করে নির্মিত বিতর্কিত চলচ্চিত্র প্রচারের কারণে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

আমেরিকায় তৈরি একটি অপেশাদার চলচ্চিত্রে ইসলাম ধর্মের নবী মোহাম্মদ (সা:)কে অবমাননা করা হয়েছে এমন অভিযোগ এলে পাকিস্তানের পক্ষ থেকে ওই ভিডিও চিত্র সরিয়ে ফেলার অনুরোধ জানানো হয় ইউটিউব কর্তৃপক্ষের কাছে। সর্বশেষ জানা যাচ্ছে, সেটি প্রত্যাখ্যান করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ ইউটিউব ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এর আগে আমেরিকাও গুগলকে ওই ভিডিও সরিয়ে ফেলার অনুরোধ জানায়, গুগল সেটিও প্রত্যাখ্যান করে।

জানা গেছে, এখন পর্যন্ত গুগল কর্তৃপক্ষ ইন্দোনেশিয়া, ভারত, মিশর ও লিবিয়ায় ওিই ভিডিও-চিত্রটির প্রচার বন্ধ রেখেছে। তারা জানিয়েছে, ওই সব দেশের স্থানীয় আইন অনুযায়ী এ ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশেও বন্ধ ইউটিউব

বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা বিটিআরসি সোমবার ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে বাংলাদেশে ইউটিউবের ওয়েবসাইট বন্ধ করে দেয় বলে সংস্থাটির কর্মকর্তারা বিবিসিকে নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার কিংবা বিটিআরসির তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি। বিটিআরসির কর্মকর্তারা জানিয়েছেন, ইউটিউব’র ওয়েবসাইট বন্ধ করতে সরকারের নির্দেশ আসার পর পরই তারা ইউটিউবের ওয়েবসাইট বন্ধের ব্যবস্থা নিয়েছেন।

এর আগে গত ১৬ ই সেপ্টেম্বর বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ইসলাম ধর্মের নবী মোহাম্মদ (সা:)কে অবমাননা করে তৈরি করা চলচ্চিত্রের অংশবিশেষ, যেটি ইউটিউব ওয়েবসাইটে ছিল, তা সরিয়ে ফেলার জন্য ওয়েবসাইটটির মালিক পক্ষ গুগলকে ইমেইল, ফ্যাক্সসহ বিভিন্নভাবে অনুরোধ জানিয়ে চিঠি দেয়।

বিটিআরসির কর্মকর্তারা জানান, ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত তারা গুগল কর্তৃপক্ষের তরফ থেকে ওই চিঠির কোনো জবাব পাননি।

উল্লেখ্য, নবী মোহাম্মদ (সা:)কে অবমাননা করে তৈরি যে ভিডিও ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে, বাংলাদেশ সরকার গত ১৪ তারিখেই তার তীব্র নিন্দা জানায়। এ বিষয়ে সরকারের পররাষ্ট্র দফতরের দেয়া বিবৃতিতে বলা হয় মত প্রকাশের স্বাধীনতার নামে এমন ঘৃণা ছড়ানো কোনোভাবেই মেনে নেয়া যায় না।

তাছাড়া গত রোববার ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউটিউবে বিতর্কিত ওই চলচ্চিত্র প্রদর্শনের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সৌজন্যে: বাংলাদেশ নিউজ২৪।

বিতর্কিত চলচ্চিত্র বন্ধের জন্য বিক্ষোভ অব্যাহত

ওই ব্যাঙ্গ চলচ্চিত্রের বিরুদ্ধে হাজার হাজার মানুষের এক প্রতিবাদ সমাবেশে লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ চলচ্চিত্রের বিষয়টি নিয়ে আমেরিকাকে সতর্ক করে দেন। মি. নসরুল্লাহ তার ভাষণে বিতর্কিত ওই চলচ্চিত্রটি প্রচার বন্ধ করার আহ্‌বান জানান আমেরিকার প্রতি।

তিনি বলেন, “আমেরিকাকে বুঝতে হবে, ওই চলচ্চিত্রটি সম্পূর্ণ প্রচার করা হলে বিশ্বের জন্য সেটি ভয়ঙ্কর খারাপ একটি পরিণতি ডেকে আনবে। প্রতিটি দেশের সরকারের উচিত ওই চলচ্চিত্র আছে এমন যেকোনো ওয়েবসাইট বন্ধ করে দেয়া।’ এছাড়া ফিলিপিন্স, ইয়েমেন, পশ্চিম তীর, ইত্যাদি বিভিন্ন জায়গায় মানুষ ওই চলচ্চিত্রের প্রতিবাদ জানিয়েছে। সব মিলিয়ে বিষয়টি নিয়ে গত ১১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সহিংসতায় মার্কিন রাষ্ট্রদূতসহ একডজনের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে শত শত।

এদিকে ইউটিউবের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, তাদের নীতিমালা ভঙ্গ না করায়, তারা ভিডিওটি সরিয়ে দেয়ার পক্ষপাতী নয়। তবে এধরনের ভিডিও যেসব দেশে অবৈধ শুধু সেসব দেশেই তারা এর প্রচার বন্ধ রেখেছেন। এছাড়া ভারত, ইন্দোনেশিয়া লিবিয়া ইত্যাদি দেশে ওই নির্দিষ্ট ভিডিওটির প্রচার ইউটিউব নিজেরাই বন্ধ রেখেছে।

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্ভূক্তিমূলক থিয়েটার ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার…

% দিন আগে

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলীকে…

% দিন আগে

৬ মাসে ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ১৩ হাজার শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজা উপত্যকায় গত ৬ মাসে নিহত শিশুদের সংখ্যা আঁতকে উঠার…

% দিন আগে

আপনার চরিত্র কেমন তা আপনার আঙুলের আকৃতিই বলে দেবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ব্যক্তিত্ব কীরকম তা বলে দিতে পারে আপনার আঙুলের আকৃতি!…

% দিন আগে

সিলেটের মালিনিছড়া চা বাগানের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৫ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

খালি পেটে পাকা পেঁপে খাওয়া কী আদৌ শরীরের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেঁপেতে উপস্থিত ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পরিপাকে বিশেষ সহায়ক।…

% দিন আগে