দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বুধবার কোপা ডেল রে বা কিংস কাপের ফাইনালে ভ্যালেন্সিয়ার ম্যাস্তেলা স্টেডিয়ামে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। এটি কিংস কাপের ১৯তম টুর্নামেন্ট শিরোপা রিয়ালের।
সম্প্রতি বার্সেলোনার খারাপ সময় যাচ্ছে, একের পর এক শিরোপা হাত ছাড়া হচ্ছে তাদের। বিভিন্ন প্রতিযোগিতায় ক্রমাগত হেরেই চলেছে তারা। বুধবার কিংস কাপের ফাইনালেও হেরেছে তারা। আর এর আগে গ্রানাডার বিপক্ষে হেরে লা লিগার শিরোপা জয়ের পথটাকে প্রসস্ত করে তোলে।
কিংস কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ নিজেদের প্রধান শক্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াই মাঠে নামে। তবে মাঠে রোনালদোর অনুপস্থিতি টের পায়নি সমর্থকরা। দারুণ খেলেছে কার্লো আনচেলাত্তির শিষ্যরা! প্রধমার্ধের ৬৬০ সেকেণ্ডেই মেসির বার্সার জালে প্রথম গোল দিয়েদেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফলে প্রধমার্ধে রিয়াল এগিয়ে যায় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে সম্পূর্ণ খেলায় মেসিকে সেভাবে দেখা যায়নি। ইনিয়েস্তা-পেদ্রো রদ্রিগেজ ও নেইমাররা দারুণ খেলে রিয়ালের জালে বল জড়ায় শেষ পর্যন্ত ৬৮ মিনিটে। কাতালনিয়ার ডিফেন্ডার মার্ক বার্তা বার্সার হয়ে সমতা ফেরায়।
তবে বার্সেলোনার শিরোপা জয়ের আশা দুরাশায় পরিণত করে রিয়েল মাদ্রিদের এবং বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় গ্যারেথ বেল, গ্যারেথ বেলের একক নৈপুণ্যে গোলটি রিয়াল মাদ্রিদকে শিরোপার স্বাদ পাইয়ে দেয় ২-১ গোলে। আবার গ্যারেথ বেল নিজেকে প্রমাণ করলেন রিয়ালের শিরোপা নির্ধারণি গোলটি করে। রিয়াল আবার প্রমাণ করল রোনালদো ছাড়াও তারা শিরোপার মুকুট ছিনিয়ে আনতে পারে।
সূত্রঃ গোল ডট কম
This post was last modified on এপ্রিল ১৭, ২০১৪ 11:48 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…