দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোন নির্মাতা ও ব্যবহারকারীদের জন্য ব্যাটারী লাইফ সবচেয়ে বেশি আলোচিত বিষয়। লিথিয়ামকার্ড নামের একটি হাইপারচার্জার বাজারে এসেছে যা ব্যাটারীর এই সমস্যা নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
লিথিয়াম নামের এই হাইপারচার্জারটির মাধ্যমে গতানুগতিক চার্জারের চেয়ে আরো দ্রুত চার্জ দেওয়া সম্ভব। অনেক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য বলে থাকেন যে তাদের ব্যাটারী গতানুগতিক ব্যাটারীর চেয়ে অনেক বেশি সময় চার্জ ধারণ করতে পারে এবং এটি অনেক শক্তিশালী। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা লোভদেখানোই। বেশ কয়েকবছর যাবৎ বিভিন্ন ব্যাটারী নির্মাতা প্রতিষ্ঠান স্মার্টফোনের ব্যাটারির দীর্ঘজীবিতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত ভালো এবং কার্যকর ব্যাটারী পাওয়া যায়নি। এরমাঝে বাজারে প্রটোটাইপ আকারে স্টারডট নামের একটি চার্জার বিজ্ঞাপনে বলা হয়েছিল এটি ৩০ সেকেন্ডে ব্যাটারী পূর্ণ চার্জ করতে পারবে কিন্তু এখন পর্যন্ত এটি বাজারে এসে পৌছায়নি।
এই অবস্থায় বাজারে এসেছে লিথিয়ামকার্ড নামের এই নতুন চার্জার ব্যাটারী দ্রুত চার্জ করার ক্ষেত্রে নতুন প্রয়াস নিয়ে। ইন্ডিগো ক্যাম্পেইনে নতুন এই চার্জারটি প্রদর্শিত হয়। ক্যাম্পেইনের যাত্রা শুরু করেছিল ৩০০০০ মার্কিন ডলার দিয়ে কিন্তু দিন শেষে এই ক্যাম্পেইন থেকে উঠে এসেছে ১৬০০০০ মার্কিন ডলার। যা বলতে গেলে একটি সফল ক্যাম্পেইন। এর আলোড়ন দেখানোর চেয়ে কার্যকারিতার বেশি হওয়ার কারণে অল্প দিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়ে যায়। এটি পূর্বোক্ত অনেক চার্জার কোম্পানীর চেয়ে অনেক বেশি কার্যকর।
সাধারণ চার্জারের তুলনায় বেশ দ্রুতগতিতে বা প্রায় দ্বিগুণ গতিতে ব্যাটারিকে চার্জ করতে পারাটা সত্যিকার অর্থে বেশ উপকারী। আমরা এমন একটি সময়ে বসবাস করছি যেখানে নিত্য প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে স্মার্টফোন সবচেয়ে প্রয়োজনীয়। আমরা একটি দিনও চিন্তা করতে পারি না স্মার্টফোন ছাড়া, আর সেই স্মার্টফোনের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো ব্যাটারী। সেই ব্যাটারীর দীর্ঘজীবিতা অথবা দ্রুত চার্জ করার পদ্ধতি বর্তমানে বেশ অত্যাবশ্যক। লিথিয়ামকার্ড সেই প্রয়োজনীয়তা অনেকাংশে মেটাতে পারবে বলে আশা করা যায়।
ইন্ডিগো ক্যাম্পেইনে দেখা গিয়েছে, লিথিয়ামকার্ড অনেক সফল। তাদের এই সফলতার ফলশ্রুতিতে খুব দ্রুতই বাজারে আসছে এই হাইপারচার্জার। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি ভালো প্রযুক্তি পণ্য হিসেবে বাজারে সমাদৃত হবে।
ভিডিওতে আরো দেখুনঃ
তথ্যসূত্রঃ দি টেক জার্নাল
This post was last modified on জুন ৩০, ২০২৪ 5:23 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১…