উদ্ভাবিত পরিবেশ বান্ধব ঘর বাংলাদেশের জন্য খুবই উপযোগী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ব্রিটেনের এক প্রযুক্তিবিদ এমন একটি পরিবেশ বান্ধব ঘর উদ্ভাবন করেছেন যেটি বাংলাদেশের জন্য খুবই উপযোগী । তিনি সেখানকার যে প্রযুক্তির কথা অর্থাৎ গ্রীণ টেকনোলজির কথা বলেছেন, তা অত্যন্ত সহজ এবং স্বল্প জায়গায় নির্মাণ করে বাস করা সম্ভব। খবর http://thetechjournal.com/ -এর।

উদ্ভাবিত পরিবেশ বান্ধব ঘর বাংলাদেশের জন্য খুবই উপযোগী 1উদ্ভাবিত পরিবেশ বান্ধব ঘর বাংলাদেশের জন্য খুবই উপযোগী 1
সমপ্রতি এমন একটি ঘরের খবর দিয়েছে বিশ্বের নাম করা একটি তথ্য প্রযুক্তির ওয়েবসাইড দ্য টেকজার্নাল। এতে বলা হয়েছে, খুব কম সময়ের মধ্যে এমন একটি ঘর নির্মাণ করা সম্ভব যা আধুনিক এবং পরিবেশ বান্ধব। যদিও পোল্যান্ডে পৃথিবীর সবচেয়ে ছোট বাড়ি (যার প্রস্থ মাত্র ৪ ফিট) নির্মাণ করতে সময় লাগে এক মাসের মতো। সেই তুলনায় এই ঘর নির্মাণ করতে সময় লাগে মাত্র ৪৮ ঘণ্টা। সেই বাড়িটির নাম ‘মিনি হাউস’, তবে এটি নির্ভর করবে আপনার উদ্যোগের উপর। ওই খবরে বলা হয়েছে, একজন সুইডিস স্থপতি ও ডিজাইনার জোনাস এই ঘরের মূল স্থপতি। ২০০৮ সালে ব্রিটিশ নকশা পত্রিকা ‘ওয়ালপেপার’-এ ৫০ জন তরুণ স্থপতির মধ্যে জোনাস এর কর্মকাণ্ডগুলো প্রকাশিত হয় এবং তিনি খ্যাতি অর্জন করেন।
উদ্ভাবিত পরিবেশ বান্ধব ঘর বাংলাদেশের জন্য খুবই উপযোগী 2উদ্ভাবিত পরিবেশ বান্ধব ঘর বাংলাদেশের জন্য খুবই উপযোগী 2
প্রথাগতভাবে এই ঘর নির্মাণ অন্যান্য নির্মাণ সামগ্রী যেমন কাঠ দিয়ে নির্মিত হলেও এক্ষেত্রে অত্যন্ত সহজ উপায়ে এই ঘর নির্মাণের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, সহজ উপায়ে হলেও এই ঘরের মান হবে উন্নতমানের। আবার দেখতেও লাগবে সুন্দর। এই ঘর হবে খুবই সহজ এবং আধুনিক ঘর। উপযুক্ত ডিজাইনের ঘর। এই মিনি হাউসটি একটি বীথিকুঞ্জ প্রভৃতি লতাপাতা দ্বারা আচ্ছাদিত হয়ে থাকবে। থাকবে ১৫ স্কয়ার মিটার জায়গা দ্বারা তৈরি। অত্যন্ত শক্ত ও মজবুত বিটুমিনের ছাদ, চিকন ফ্রেমের জানালা, দেওয়ালগুলো হবে প্রি-ফেব্রিকেটেড, একটি কমপেক্ট রান্নাঘর এবং বাথ মডিউল, একটি ছোট স্টোর রুম, এই ঘরের মেঝেগুলো হবে হার্ডবোর্ড দিয়ে তৈরি। এছাড়াও একটি চিমনি সঙ্গে হিটার সজ্জা এবং একটি সৌরশক্তি সজ্জা বিদ্যুৎ সরবরাহসহ আরও আধুনিক সব ব্যবস্থা। এর স্থপতি প্রতিষ্ঠান এসব সামগ্রী সরবরাহ করে থাকে। এই ঘরগুলো যারা নির্মাণ করতে চান তারা পুরো প্যাকেজ হিসেবে কিনে নিয়ে শুধু তৈরি করলেই একটি আধুনিক মিনি হাউস নির্মাণ হয়ে যাবে। এই ঘর গ্রীস্মকালিন এবং শীতকালে উভয় সময়ই বাস উপযোগী।

কম খরচে, কম সময়ে বাংলাদেশের জন্য এরূপ ঘর নির্মাণ অত্যন্ত জরুরি। কারণ বাংলাদেশের এমন অনেক জায়গা রয়েছে যেখানে অর্থের অভাবে ঘর নির্মাণ করতে পারেন না। সেখানে এমন সহজ প্রযুক্তি ব্যবহার করে ঘর নির্মাণ করা যেতে পারে। একদিকে কম অর্থে এটি নির্মাণ করা যাবে পক্ষান্তরে পরিবেশ বান্ধব ঘর নির্মাণ হবে কম জায়গায়।

উল্লেখ্য, এই ঘরের স্থপতি ২০০৮ সালে যুক্তরাজ্যের জন্য চেম্বার “উদ্ভাবন পুরস্কার ২০০৮” জেতা ছাড়াও ২০০৮ সালে লণ্ডনের ১০০% প্রতিযোগিতায় জিতেছেন তিনি।

Related Post

This post was last modified on ডিসেম্বর ২২, ২০১৪ 7:34 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পেটের স্বাস্থ্য ভাল কি না সেটি বোঝা যাবে ঢেকুরেই!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেটের স্বাস্থ্য ভালো কি না, তা বুঝে নেওয়ার সহজ পরীক্ষাও…

% দিন আগে

‘জিম্মি’র ট্রেলারে জয়া [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বাংলাতেই সমানতালে নানাভাবে দক্ষতার প্রমাণ দিয়েছেন জয়া আহসান। এবার…

% দিন আগে

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেনি সশস্ত্র বাহিনী।…

% দিন আগে

নেটওয়ার্কিং বৃদ্ধিতে বেসিস-এর ইফতার আয়োজন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং বৃদ্ধিতে এই খাত সংশ্লিষ্ট সকলকে নিয়ে বাংলাদেশ…

% দিন আগে

স্ত্রীকে ‘শিক্ষা’ দেওয়ার জন্য আয়ার সঙ্গে প্রেম! তারপর কী ঘটলো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেয়েকে দেখাশোনা করার জন্যই বহাল আয়ার সঙ্গে ছদ্ম প্রেমের সম্পর্ক…

% দিন আগে

পাহাড়-পর্বত পেরিয়ে সূর্যদয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৪ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১০ চৈত্র ১৪৩১…

% দিন আগে