দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুনিয়া জোড়া এক জনপ্রিয় জিনিস হলো মুঠোফোন। রিকশা চালক থেকে ঝাড়ুদার কারো কাছে মুঠোফোন নেই এমন ঘটনা এখন বিরল। কিন্তু এই মুঠোফোন ও তার সিম নিয়ে যে লঙ্কা কাণ্ড ঘটে গেলো তারও কোনো তুলনা হয়না। এমন এক ঘটনা ঘটেছে জয়পুরহাটে।
হঠাৎ করেই খবর এলো, ডোবায় ফোনের সিম পাওয়া যাচ্ছে। যে খবর সে কাজ। হুমড়ি খেয়ে পড়লো গ্রামের সব মানুষ! ঘটনাটি জেলার আক্কেলপুর উপজেলার দক্ষিণ জিয়াপুর গ্রামের। গ্রামের ওই ডোবা থেকে বিভিন্ন কোম্পানির কয়েক’শ সিম তুলেছে গ্রামবাসী। আর এই খবর ছড়িয়ে পড়ায় গ্রামের শত শত মানুষ হুমড়ি খেয়ে পড়েছে ওই ডোবায়। বাঙালিদের সেই ‘মাংনা আল কাতনা খাওয়া’র মতো ঘটনা।
প্রথমে ৭ বছর বয়সের রিজভী নামে এক বালক সিম খুঁজে পায়। সকাল বেলা ওই ডোবার পাশে গিয়ে বেশ কিছু সিম পড়ে পায় সে। এরপর বাড়িতে গিয়ে বন্ধুদের জানায় এই ঘটনা। অন্য শিশুরাও ওই ডোবায় গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। পেয়েও যায় অনেকগুলো সিম। এবার এ ঘটনা জানার পর বড়রাও লোভ সামলাতে পারে না। তারাও গিয়ে হুমড়ি খেয়ে পড়ে ওই ডোবায়। নাজমা নামে এক গৃহবধু পেয়ে যান প্রায় ৩শ’ সিম। এভাবে এলাকার অনেকেই পেয়েছেন মুঠোফোনের অনেক সিম।
এক সময় এই সিম আবার বিক্রিও শুরু হয়। ৫ টাকা করে প্রতিটি সিম বিক্রি শুরু করে অনেকেই। গ্রামবাসীরা জানিয়েছেন, সিমগুলো ব্যবহৃত। তবে অনেক সিম চালুও রয়েছে। এসব সিমের মধ্যে গ্রামীণ, রবি, বাংলালিংক, টেলিটকসহ বাংলাদেশের প্রায় সব ধরনের মুঠোফোন কোম্পানির সিম রয়েছে।
একসঙ্গে এতো সিম কিভাবে এলো বা কে এই সিমগুলো ফেলে গেলো কিংবা কেনই বা ফেললো তার কোনো হদিস এখনও পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে। খবরটি বিভিন্ন জাতীয় দৈনিকে এসেছে।
This post was last modified on এপ্রিল ২৩, ২০১৪ 10:32 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই কথায় কথায় বলে থাকেন যে, দিনে একটা করে আপেল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের রাস্তায় এখন দেখা মিলবে নিরবচ্ছিন্ন ড্রাইভিং অভিজ্ঞতা, অসামান্য পারফরম্যান্স,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাদেশে ৩টি স্তরে ইন্টারনেটের দাম কমানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতিমধ্যেই ওটিটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি দেওয়া হয়েছে ‘ছোরি ২’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন করে বিশাল শুল্ক আরোপ এড়াতে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, স্ত্রী'র বিয়ের ব্যবস্থা করা ওই…