দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবার অনন্ত জলিল ও বর্ষা। আগামী রোজার ঈদে অনন্ত-বর্ষার নতুন ছবি আসছে ‘মোস্ট ওয়েলকাম-২’। এই ছবির শুটিং প্রায় শেষের দিকে। এরপর অন্যান্য কাজ শেষৈ ঈদের মু্ক্তি দেওয়ার টার্গেট রয়েছে এই ছবিটির।
দেশীয় ডিজিটাল চলচ্চিত্র জগতে বেশ আলোড়ন তুলেছেন অনন্ত জলিল ও বর্ষা। তাদের মুক্তি পাওয়া ‘মোস্ট ওয়েলকাম’ ছবিটি ব্যাপক সাড়া ফেলতে সমর্থ হয়। এ্যাকশনধর্মি এই ছবিটি বর্তমান প্রজন্মকে ব্যাপকভাবে হলমুখি করেছে।
অনন্তর মিডিয়া ম্যানেজার এস এম সজীব সংবাদ মাধ্যমকে জানান, ‘মোস্ট ওয়েলকাম-২’ চলচ্চিত্রটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। এ মাসে ভারতে পোষ্ট প্রোডাকসনের কাজ শুরু হবে। আর সেখানেই চলচ্চিত্রটির বাকি অংশ অর্থাৎ একটি আইটেম গানে বলিউড তারকা বিপাশা বসুর অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রযোজনা সংস্থা সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশে মুক্তি দেয়ার পর ‘মোস্ট ওয়েলকাম-২’ পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুরেসহ বিশ্বের কয়েকটি দেশেও মুক্তি দেয়া হবে। ছবিটির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অনন্ত ও বর্ষা।
This post was last modified on এপ্রিল ২৮, ২০১৪ 2:50 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…