দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুম ও হত্যার প্রতিবাদে নারায়নগঞ্জে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। এদিকে বিক্ষুব্ধ জনগণ ওই মামলার প্রধান আসামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর ৪ সহযোগী অপহরণের মামলার প্রধান আসামি হলো এই নূর হোসেন।
জানা যায়, শিমরাইলে ট্রাক টার্মিনালের ভেতরে নূর হোসেনের ওই ব্যক্তিগত কার্যালয়টি অবস্থিত। আজ বেলা ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা ওই কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনগণ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। ওই কার্যালয়ের পাশে চলা মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরের প্যান্ডেলও ভাংচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনগণ। এ ঘটনার কিছুক্ষণ পর অবশ্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
এদিকে এমন লোমহর্ষক ঘটনার প্রতিবাদে আগামী রবিবার নারায়ণগঞ্জে হরতাল ডেকেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। আইনজীবি চন্দন সরকার হত্যাকাণ্ডের প্রতিবাদে এই হরতালের ডাক দিয়েছে সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। তিনি আজ এ কর্মসূচি ঘোষণা করেন। এই সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং ঢাকা বারের নেতারাও উপস্থিত ছিলেন।
This post was last modified on মে ১, ২০১৪ 4:10 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৪ সালেই মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশাল গোলাকৃতি একটি বেলুনের ভিতর লেহঙ্গা পরে রয়েছেন এক বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি দুধ কোন সময় খাচ্ছেন ও কতোটুকু খাচ্ছেন, তা জানা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং এন্ড কলিং প্ল্যাটফর্ম হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নুহাশের চলচ্চিত্র মানেই এক অন্যরকম অনুভূতি। আর সেই চলচ্চিত্র ‘বেসুরা’য়…