এখন থেকে ফেসবুকে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারে ব্যক্তিগত তথ্য দেয়ার প্রয়োজন হবেনা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ফেসবুক গত বুধবার থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে ব্যবহারকারীদের নামহীন লগইনের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য হারিয়ে না যাওয়ার নিশ্চয়তা প্রদান করলো। বিভিন্ন ধরনের অ্যাপের ক্ষেত্রে এই ধরনের লগইনকে ফেসবুক স্বীকৃতি প্রদান করে থাকে।


পূর্বে এই ধরনের লগইনের ক্ষেত্রে অ্যাপ কিংবা সাইটকে ফেসবুকের অনেক তথ্য প্রদান করতে হতো। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বর্তমান ব্যবস্থায় সেই সকল অ্যাপ বা সাইটের ক্ষেত্রে কোন প্রকার তথ্য না দিয়েও অ্যাপ বা সাইটের সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে। অ্যাপের মাধ্যমে এই ধরনের লগইনের ক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীর বিভিন্ন তথ্য শেয়ারিং থেকে বিরত থাকবে। অ্যাপের উপর নিষেধাজ্ঞা থাকবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে। ফেসবুক একটি আন্তর্জাতিক মেকানিজমের মাধ্যমে ওয়েবসাইট এবং অ্যাপে তাদের সাইন-ইন অংশটি রক্ষণাবেক্ষণ করে থাকে। ব্যবহারকারীরা বিভিন্ন সাইটে যে সকল অংশে ‘লগইন উইথ ফেসবুক’ দেখে থাকেন সেখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে থাকে। এই সকল ক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য প্রদান করা ছাড়াই সেই পেজ কিংবা অ্যাপের সাথে সংযোগ স্থাপন করবে।

সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ফেসবুক কোম্পানীর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বার্ষিক এফ৮ ডেভেলপার সম্মেলনে এই বিষয়টি খোলাসা করেন। তিনি বলেন, ‘এতে ব্যবহারকারীদের অ্যাপের উপর আরো বেশি আস্থা আসবে’। ফেসবুক বর্তমানে সীমিত সংখ্যক অ্যাপের ক্ষেত্রে নতুন এই ফিচার সুবিধাটি যুক্ত করেছে তারমধ্যে রয়েছে ফ্লিপবোর্ড। কিন্তু ফেসবুক বলছে এই মাসের মধ্যেই সকল প্রকার অ্যাপের ক্ষেত্রে এই ফিচারটি যুক্ত করা হবে। জাকারবার্গ এই বিষয়ে আরো বলেন, ‘অনেকে রয়েছে যারা অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহারে আতঙ্কিত থাকে যে তাদের ব্যক্তিগত তথ্য হারিয়ে যায় কিনা। তাদের জন্য বলছি নতুন এই ব্যবস্থাটির মাধ্যমে ব্যবহারকারী নিজের কাছেই সকল ক্ষমতা রাখবেন’।

এছাড়া এই বুধবারের এফ৮ সম্মেলনে ফেসবুক আনুষ্ঠানিক যাত্রা শুরু করে মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক। এর ফলে অ্যাপ ডেভেলপাররা মোবাইল অপ্টিমাইজ অ্যাড তৈরি করতে পারবেন। কোম্পানীগুলো সেই অ্যাডের মাধ্যমে গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। ফেসবুক তাদের নতুন গ্রাফ সার্চ সুবিধা এবং টাইমলাইন ব্যবস্থাটিও তুলে ধরেন। এর বাইরে ফেসবুকের নতুন নীতিটি বেশ নিস্তেজ ধরনের। তাদের পুরোনো নীতিটি ছিল Move fast, break things কিন্তু নতুন নীতিটি হলো Move fast with stable infra। আগের নীতি ফেসবুকের যে তেজস্বী মনোভাব ছিল নতুন নীতিতে তা অনেকটাই নিস্তেজ।

Related Post

ফেসবুক তাদের এই নতুন নীতিটি অ্যাপ ডেভেলপারদের দিকে লক্ষ্য রেখে তৈরি করেছে। এখানে অ্যাপ ডেভেলপারদের আরো অ্যাপ তৈরির মাধ্যমে অর্থ উপার্জনের কথা বলা হয়েছে। এছাড়াও এর ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর তাদের বিজ্ঞাপনের একটি বড় ক্ষেত্র তৈরি হলো মোবাইল ডিভাইস প্লাটফর্মে।

তথ্যসূত্রঃ সিএনএন

This post was last modified on মে ৪, ২০১৪ 4:04 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

কয়েকটি পানীয় ওজন কমানোর জন্য সাপ্লিমেন্টের কাজ করবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিনে কিন্তু ওজন কমানো সম্ভব নয়। দিনের পর দিন জিমে…

% দিন আগে

গোল্ড কিনেন বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো প্রতিমাসে সহজে গোল্ড সঞ্চয়ের পরিষেবা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলাহীন করতে…

% দিন আগে

সিটিসেল আবারও ২৫ পয়সা কলরেটে ফিরছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের প্রথম সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী মোবাইলফোন অপারেটর সিটিসেল আবারও সাশ্রয়ী…

% দিন আগে

বলিউডে আসছে নতুন জুটি সারা আলী খান ও সিদ্ধার্থ মালহোত্রা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসতে যাচ্ছেন বলিউডের দুই…

% দিন আগে

ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে বলেছে সৌদি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এবং লেবাননে গণহত্যা চালানোর ঘটনায় বর্বর ইসরায়েলের…

% দিন আগে

রন্ধনপ্রণালী অস্বাস্থ্যকর ও নোংরা: এমন মন্তব্য করে সেই খাবারই চেটেপুটে খেলেন এক চীনা তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, একটি রাস্তার ধারে ভারতীয়…

% দিন আগে