বিদ্যুতে সরাসরি বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম কোম্পানি জিই

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বাংলাদেশের জনগণের জন একটি ভালো খবর আর তা হলো, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম কোম্পানি জেনারেল ইলেকট্রিক (জিই) বাংলাদেশে বিদ্যুৎ খাতে সরাসরি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

৩ অক্টোবর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক মতিবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান ঢাকা সফরে আসা কোম্পানিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফরি ইমেল্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেও একই আগ্রহের কথা জানিয়েছেন জেফরি ইমেল্ট। ইমেল্ট মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কর্মসংস্থান ও কার্যসক্ষমতা বিষয়ক পরামর্শক।

জিই সরাসরি বিনিয়োগ করবে কিনা- এক সম্পাদকের এ প্রশ্নের উত্তরে জেফরি ইমেল্ট বলেন, “বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন করবে। সে বিষয়টি মাথায় রেখে আমরা এই দেশে এই খাতে বড় বিনিয়োগ করতে আগ্রহী।” জিই বাংলাদেশসহ বিভিন্ন দেশে বিদ্যুৎ কেন্দ্রের জন্য গ্যাস টারবাইন সরবরাহ করে। কোম্পানিটি স্বাস্থ্য ও বিমান উপকরণের ব্যবসাও করে থাকে।

জিই চেয়ারম্যান বলেন, “গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি লক্ষ্য করার মতো। জিই এই দেশের মানুষের উন্নত ও সমৃদ্ধ জীবন-যাপন কামনা করে। বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকার ও আমাদের গ্রাহকদের (জিই গ্রাহক) প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি সরসরি বিনিয়োগও করতে চাই।” বাংলাদেশে রাশিয়ার সহায়তা পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে এক সম্পাদকের প্রশ্নের জবাবে মৃদু হেসে ইমেল্ট বলেন, “আমরাও রিঅ্যাক্টর তৈরি করি। বিষয়টি আমাদের খেয়ালে আছে।”

গ্যাস টারবাইন সরবরাহের চুক্তি

রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভার আগে জিই বাংলাদেশে ৮৯ মিলিয়ন ডলার মূল্যের দুটি গ্যাস টারবাইন সরবরাহের চুক্তি করেছে। এই টারবাইন দুটি নতুন বিদ্যুৎ প্রকল্পে ব্যবহৃত হবে, যা থেকে ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম জিইর উচ্চমান সম্পন্ন গ্যাস টারবাইন ব্যবহৃত হচ্ছে।

জিই পাওয়ার অ্যান্ড ওয়াটার একটি ৯ এফ-থ্রি সিরিজের গ্যাস টারবাইন ও যন্ত্রপাতি সরবরাহ করবে স্পেনের প্রতিষ্ঠান আইসোলাঙ ইনজেনারিয়া এসএকে। আইসোলাঙ সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। দ্বিতীয় গ্যাস টারবাইনটি ব্যবহৃত হবে সামিট কর্পোরেশনের বিবিয়ানাতে নির্মীয়মান বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে।

Related Post

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক, প্রধানমন্ত্রীর জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, আইসোলাঙের চেয়ারম্যান লুইস ডেলসো ও জিই ভারত -এর সিইও জন ফ্ল্যানেরি উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

পেইনকিলার খেয়েও বাতের ব্যথা কমলে কয়েকটি ভেষজে আস্থা রাখতে পারেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত জয়েন্ট শক্ত হয়ে হওয়া, জয়েন্ট ফুলে ওঠা বা মারাত্মক…

% দিন আগে

ডিজিটাল সুরক্ষায় এবার টিকটকের ফ্যামিলি পেয়ারিংয়ের নতুন ফিচার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশে তরুণ ব্যবহারকারীদের ডিজিটাল নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি…

% দিন আগে

এবার যে নাটক রেকর্ড ভাঙলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৮ বছর ধরেই ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষে ছিল…

% দিন আগে

পোষ্যকে খাওয়াতে গিয়ে ঘটলো প্রাণসংশয়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পোষ্য সাপটির মুখের সামনে বার বার ইঁদুরটিকে নাচিয়ে তাকে লোভ…

% দিন আগে

পটুয়াখালীর ঐতিহাসিক মজিদবাড়িয়া শাহি মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ২৮ চৈত্র ১৪৩১…

% দিন আগে

অযথা মাল্টিভিটামিন খাওয়ার প্রয়োজন নেই: কিছু খাবারেই মিটতে পারে পুষ্টির ঘাটতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোভিডকালে মাল্টিভিটামিন খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে বেড়েছিল। সেই সময় ভাইরাসে…

% দিন আগে