দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবৈধভাবে গ্রীসে প্রবেশের চেষ্টাকালে এক নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, তুরষ্কের উপকুলের কাছাকাছি সামোস দ্বীপের কাছে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। এরা সবাই গ্রীসে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। নৌকাযোগে এই চেষ্টা করার সময় গ্রীসের সমুদ্র সীমার মধ্যে এসে গ্রীসের পূর্ব এজিন সাগরে এই দুর্ঘটনা ঘটে। এতে নৌকার ২২ আরোহী নিহত হয়েছে। এদের মধ্যে ৪ শিশু রয়েছে।
স্থানীয় কোস্টগার্ড এ সময় ৩৬ জনকে উদ্ধার করে। এদের মধ্যে ৩ জন নারী ও একজন শিশু রয়েছে। জীবিতদের মধ্যে একজন পুরুষ ও একজন শিশুকে আশংকাজনক অবস্থায় হেলিকপ্টারে করে গ্রীসের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
কোস্টগার্ড সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ওই নৌকায় অন্তত ৬০ থেকে ৬৫ জন যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনাটি ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত নয়। নিহত বা আহতের কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি।
এদিকে কোস্টগার্ড জাহাজ, মছা ধরার নৌকা ও হেলিকপ্টার জীবিত ও নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছে বলে সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র থেকে প্রায়ই সমুদ্র পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গ্রীসে আসেন কর্মসংস্থানের জন্য। মাঝে মধ্যেই এমন দুর্ঘটনায় বহু মানুষকে জীবন দিতে হয়।
This post was last modified on মে ৬, ২০১৪ 12:37 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…