ঈদ ও পূজায় তারল্য চাহিদা ২০ হাজার কোটি টাকা ॥ ৮ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হচ্ছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ঈদুল আজহা ও দুর্গাপূজায় ১৯ হাজার ৭৪৯ কোটি টাকার তারল্য চাহিদা তৈরি হবে। এর মধ্যে ৮ হাজার কোটি টাকার নতুন নোট সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর বাকি প্রায় ১২ হাজার কোটি টাকা পুনঃসরবরাহ করা হচ্ছে। চাহিদার বিপরীতে মজুদ আছে ২৩ হাজার ৬৩৬ কোটি টাকা বলে বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশ গুপ্ত অসীম কুমার জানান, ঈদ এবং পূজাকে কেন্দ্র করে আমরা শাখা অফিসগুলো থেকে সাড়ে ১৯ হাজার কোটি টাকার তারল্য চাহিদা পেয়েছি। এর মধ্যে ৮ হাজার কোটি টাকা নতুনভাবে সরবরাহ করবে কেন্দ্রীয় ব্যাংক। বাকি টাকা পুরনো নোট নতুন সরবরাহ করা হচ্ছে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে এর শাখা অফিসগুলোর কাউন্টার থেকে আগামী ১৫ অক্টোবর থেকে নতুন নোট বিতরণ শুরু করবে। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। ইতোমধ্যে নোট পৌঁছে দেওয়া শুরু হয়েছে। একইভাবে তফসিলি ব্যাংকগুলোতেও নতুন নোট চাহিদা মোতাবেক যাচ্ছে। নতুন নোট তফসিলি ব্যাংকগুলোতে দেওয়া হলে সাধারণ জনগণ তা পান না বলে অভিযোগ রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দায়িত্ব ব্যাংকগুলোকে নোট দেওয়া পরবর্তীতে তারা কিভাবে বিতরণ করলো তা দেখে বেড়ানো সম্ভব নয়। তবে নতুন টাকা সাধারণ গ্রাহকদের জন্যই দেওয়া হয় বলে তিনি জানান।

দাশগুপ্ত অসীম কুমার বলেন, “গত ঈদে প্রায় ১৬ হাজার কোটি নগদ টাকার চাহিদা হয়েছিল। এবার প্রায় চার হাজার কোটি টাকা বাড়ছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ছাড়া হবে ১৪ হাজার কোটি টাকা। বাকি টাকা কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকে ছাড়া হচ্ছে।” তিনি আরো জানান, ব্যাংকগুলোর সব শাখার বাইরে রাজধানীর বিশেষ এলাকাগুলোর প্রায় ১৫টি শাখা থেকে নতুন নোট সরবরাহ করার সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ব্যাংক। তবে সে শাখাগুলো এখনো চূড়ান্ত করা হয়নি।

জাল নোট সম্পর্কে সতর্কতা

এদিকে ঈদ ও পূজাকে কেন্দ্র করে জাল নোট চক্র যাতে সক্রিয় হতে না পারে সে ব্যাপারে সর্তক রয়েছে কর্তৃপক্ষ। এ উপলক্ষে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি বৈঠক করেছে। সেখান বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে রয়েছে, প্রতিটি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে অনুমোদিত পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংক এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে জাল নোট সনাক্তকারী মেশিন বসানো হবে। তিনি আরও জানান, “আমরা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে সর্তক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।”

ঈদ উপলক্ষে প্রতিবছরই জাল নোট প্রস্তুতকারী একটি চক্র সক্রিয় হয়ে ওঠে। তাই এই জাল নোট প্রতিরোধ করতে সকলকে সতর্ক হতে হবে তাহলে এসব চক্র কোন ফায়দা হাসিল করতে পারবে না বলে অভিজ্ঞ মহল মনে করেন।

This post was last modified on অক্টোবর ৮, ২০১২ 6:22 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

এবার আইস্ক্রিনে আসছে শাকিবের ‘দরদ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…

% দিন আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…

% দিন আগে

কিছুতেই ঘুম ভাঙছে না ‘অলস’ সন্তান! ছানাকে জাগিয়ে তুলতে অভিনব পন্থা নিলো মা-হাতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…

% দিন আগে

কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১ মাঘ ১৪৩১…

% দিন আগে

জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ: খুশকি তাড়াতে কী অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব স্বাভাবিকভাবেই খুশকি হলে অনেকেই অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করে থাকি।…

% দিন আগে

অ্যান্ড্রয়েডে থাকা নিরাপত্তা ত্রুটির বিষয়ে সতর্ক করেছে গুগল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা একাধিক নিরাপত্তা ত্রুটির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক…

% দিন আগে